টেলিকম

Jio ও Airtel এর থেকে 15 শতাংশ সস্তা হবে ভোডাফোন আইডিয়ার 5G প্ল্যান

Published on:

Vodafone Idea 5G plan will be 15 percent cheaper than jio airtel report

আপনি যদি Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়ার সিম ব্যবহার করেন, তাহলে আপনার জন্য খুশির খবর। আসলে, ভোডাফোন আইডিয়া শীঘ্রই তাদের গ্রাহকদের জন্য 5G পরিষেবা লঞ্চ করতে চলেছে। Vi শুরুতে 75 টি শহরে 5G পরিষেবা চালু করবে। আর নতুন গ্রাহকদের আকর্ষিত করতে 5G পরিষেবার পাশাপাশি সংস্থাটি সস্তা রিচার্জ প্ল্যান আনবে বলেও নিশ্চিত করেছে।

তাই যেসব গ্রাহক Vi এর ধীরগতির নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য এতদিন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তারা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। ভোডাফোন আইডিয়া দেশের 17 টি সার্কেলের 75 টি শহরে শুরুতে 5G পরিষেবা নিয়ে আসবে।

WhatsApp Community Join Now

বিজ্ঞাপনের জন্য ব্যয় বাড়িয়েছে Vodafone Idea

ভোডাফোন আইডিয়া, জিও ও এয়ারটেল গ্রাহকদের আকৃষ্ট করতে বিজ্ঞাপনের জন্য ব্যয়ও বাড়িয়েছে। সংস্থাটি 2023-24 আর্থিক বছরে তাদের আয়ের প্রায় 8.4 শতাংশ বিজ্ঞাপনের জন্য ব্যয় করেছে বলে জানা গেছে। অন্যদিকে, যদি আমরা জিও এবং এয়ারটেলের কথা বলি, তবে তারা বিজ্ঞাপনের জন্য মাত্র 3 এবং 4 শতাংশ ব্যয় করেছে।

সস্তা হবে 5G প্ল্যান

Vi এর সিইও অক্ষয় মুন্দ্রা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে Vi এর 5G প্ল্যানগুলি অন্যান্য সংস্থার তুলনায় সস্তা এবং সাশ্রয়ী হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে 5G পরিষেবা লঞ্চের সময়। রিপোর্ট অনুযায়ী, Vi-এর 5G প্ল্যানগুলি অন্যান্য সংস্থার তুলনায় 15% পর্যন্ত সস্তা হতে পারে। Vi কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘5G সেবা চালু করতে আমরা পুরোপুরি প্রস্তুত এবং গ্রাহকদের সেরা নেটওয়ার্ক কানেক্টিভিটি অফার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন