এই বছর মার্চের মধ্যে সারা দেশে 5G শুরু করার পরিকল্পনা নিয়েছে Vodafone Idea। প্রাথমিক পর্যায়ে 17টি টেলিকম সার্কেলজুড়ে 75টি শহরে এই পরিষেবা চালু করবে কোম্পানি। শিল্পাঞ্চল এবং শহুরে, দু’ধরনের এলাকাতেই 5G শুরু করা হবে, যেখানে সাধারণত উচ্চ গতির ডেটা ব্যবহার করা হয়।
ইতিমধ্যে দেশে 5G পরিষেবা চালু করেছে জিও এবং এয়ারটেল। বাজারে সবথেকে বেশি 5G গ্রাহক রয়েছে এই দুই কোম্পানিরই। দৌড়ে কিছুটা পিছিয়ে গেলেও অবশেষে পঞ্চম প্রজন্মের উচ্চ গতির নেটওয়ার্ক আনছে ভোডাফোন আইডিয়া। সূত্রের দাবি, কোম্পানির 5G রিচার্জের দাম তুলনামূলক কম হতে পারে।
Vodafone Idea 5G রিচার্জ প্ল্যান
জিও এবং এয়ারটেলের তুলনায় 15 শতাংশ কম দামে রিচার্জ প্ল্যান লঞ্চ করতে পারে ভিআই। কোম্পানির সিইও অক্ষয় মুন্দ্রা সাম্প্রতিক বৈঠকে ইঙ্গিত দিয়েছিলেন যে, দাম-সংবেদনশীল গ্রাহকদের আকৃষ্ট করতে এবং গ্রাহকদের খরচ কমাতে Vi চূড়ান্ত মূল্য নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, “ভোডাফোন আইডিয়া 5G পরিষেবা চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সর্বোত্তম অভিজ্ঞতা এবং মূল্য প্রদানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানিটি 4G কভারেজকেও আরও উন্নত করতে চলেছে। 17টি টেলিকম সার্কেলে পর্যাপ্ত ও প্রতিযোগিতামূলক 5G স্পেকট্রাম নিয়ে খুব তাড়াতাড়ি প্রধান শহরগুলিতে 5G চালু করা হবে।
প্রসঙ্গত, ভিআই সম্প্রতি Vi 4G এবং 5G নেটওয়ার্ক আপগ্রেডের জন্য Nokia, Ericsson এবং Samsung এর সাথে 30,000 কোটি টাকার চুক্তি করেছে৷ প্রাথমিক রোলআউটের জন্য 3.5 গিগাহার্টজ এবং 1,800 মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ডের সংমিশ্রণ ব্যবহার করে, তিন বছরের মধ্যে 75,000 সাইটে 5G স্থাপন করার লক্ষ্য নিয়েছে কোম্পানি।