টেলিকম

অবশেষে 5G আনছে Vodafone Idea, শুরুর দিকে এই শহরগুলিতে মিলবে পরিষেবা

Published on:

Vodafone Idea 5g service roll out in march mumbai first

দৌড়ে পিছিয়ে থাকা Vodafone Idea অবশেষে 5G পরিষেবার ঘোষণা করল। দেশের টেলিকম শিল্পে তৃতীয় বৃহত্তম সংস্থা হিসাবে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক পরিকাঠামো গড়ে তোলার কথা জানাল ভোডাফোন আইডিয়া। তবে প্রাথমিক পর্যায়ে সব শহরে সুবিধা পাওয়া যাবে না। নির্বাচিত কয়েকটি টেলিকম সার্কেলে 5G চালু করছে Vi।

কবে শুরু হবে ভোডাফোন আইডিয়া ৫জি?

আগামী মাসে অর্থাৎ মার্চে মুম্বাইয়ে চালু হবে ভোডাফোন আইডিয়ার ৫জি পরিষেবা। তারপর ২০২৬ অর্থবর্ষের প্রথম মাস অর্থাৎ এপ্রিলে দিল্লি, বেঙ্গালুরু, চন্ডীগড় এবং পাটনা শহরে সম্প্রসারণ করা হবে নেটওয়ার্ক পরিকাঠামা।

কোন কোন শহরে মিলবে Vi 5G?

উপরোক্ত শহরগুলি ছাড়া, কোম্পানি তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে ৫জি অভিজ্ঞতা পাওয়ার জন্য, ব্যবহারকারীদের এই পয়েন্টগুলিতে যেতে হবে – পুনে (শিবাজি নগর, মহারাষ্ট্র), দিল্লির ইন্ডিয়া গেট/প্রগতি ময়দান, তামিলনাড়ুর চেন্নাইয়ের পেরুঙ্গুডি এবং নেসাপাক্কম এলাকা এবং পাঞ্জাবের জলন্ধরের কোট কালান এলাকায়।

কলকাতায় কবে চালু হবে Vi 5G?

প্রাথমিক পর্যায়ে কলকাতা বা পশ্চিমবঙ্গ সার্কেলে ৫জি পরিষেবা চালু করছে না ভোডাফোন আইডিয়া। এর ফলে অনেকই হতাশ হতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ভোডাফোন আইডিয়া ফাইভজি ব্যবহার করার জন্য অপেক্ষা করছিলেন। তবে, আশা করা হচ্ছে ধাপে ধাপে বাকি টেলিকম সার্কেলগুলি, যেমন কলকাতায় ফাইভজি পরিষেবা চালু করবে কোম্পানি।

কত স্পিড পাওয়া যাবে?

আপাতত জানা গিয়েছে যে টেলিযোগাযোগ বিভাগ (DoT) কর্তৃক নির্ধারিত ন্যূনতম রোলআউট বাধ্যবাধকতা (MRO) পূরণের জন্য, টেলিকম কোম্পানিটি ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে ৩.৫ গিগাহার্টজ (C-ব্যান্ড) এবং ২৬ গিগাহার্টজ (mmWave ব্যান্ড) উভয় ক্ষেত্রেই বেশ কয়েকটি সার্কেলে ৫জি পরিষেবা চালু করেছে।