দৌড়ে পিছিয়ে থাকা Vodafone Idea অবশেষে 5G পরিষেবার ঘোষণা করল। দেশের টেলিকম শিল্পে তৃতীয় বৃহত্তম সংস্থা হিসাবে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক পরিকাঠামো গড়ে তোলার কথা জানাল ভোডাফোন আইডিয়া। তবে প্রাথমিক পর্যায়ে সব শহরে সুবিধা পাওয়া যাবে না। নির্বাচিত কয়েকটি টেলিকম সার্কেলে 5G চালু করছে Vi।
আগামী মাসে অর্থাৎ মার্চে মুম্বাইয়ে চালু হবে ভোডাফোন আইডিয়ার ৫জি পরিষেবা। তারপর ২০২৬ অর্থবর্ষের প্রথম মাস অর্থাৎ এপ্রিলে দিল্লি, বেঙ্গালুরু, চন্ডীগড় এবং পাটনা শহরে সম্প্রসারণ করা হবে নেটওয়ার্ক পরিকাঠামা।
উপরোক্ত শহরগুলি ছাড়া, কোম্পানি তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে ৫জি অভিজ্ঞতা পাওয়ার জন্য, ব্যবহারকারীদের এই পয়েন্টগুলিতে যেতে হবে – পুনে (শিবাজি নগর, মহারাষ্ট্র), দিল্লির ইন্ডিয়া গেট/প্রগতি ময়দান, তামিলনাড়ুর চেন্নাইয়ের পেরুঙ্গুডি এবং নেসাপাক্কম এলাকা এবং পাঞ্জাবের জলন্ধরের কোট কালান এলাকায়।
প্রাথমিক পর্যায়ে কলকাতা বা পশ্চিমবঙ্গ সার্কেলে ৫জি পরিষেবা চালু করছে না ভোডাফোন আইডিয়া। এর ফলে অনেকই হতাশ হতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ভোডাফোন আইডিয়া ফাইভজি ব্যবহার করার জন্য অপেক্ষা করছিলেন। তবে, আশা করা হচ্ছে ধাপে ধাপে বাকি টেলিকম সার্কেলগুলি, যেমন কলকাতায় ফাইভজি পরিষেবা চালু করবে কোম্পানি।
আপাতত জানা গিয়েছে যে টেলিযোগাযোগ বিভাগ (DoT) কর্তৃক নির্ধারিত ন্যূনতম রোলআউট বাধ্যবাধকতা (MRO) পূরণের জন্য, টেলিকম কোম্পানিটি ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে ৩.৫ গিগাহার্টজ (C-ব্যান্ড) এবং ২৬ গিগাহার্টজ (mmWave ব্যান্ড) উভয় ক্ষেত্রেই বেশ কয়েকটি সার্কেলে ৫জি পরিষেবা চালু করেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.