টেলিকম

ফ্রি ভ্যালিডিটি সহ বিনামূল্যে ইন্টারনেট, জাদু দেখাচ্ছে Vodafone Idea

Published on:

Vodafone Idea 795 579 rupees recharge plan free validity internet

ভোডাফোন-আইডিয়া (Vi) তাদের গ্রাহকদের সেরা প্রিপেড প্ল্যান অফার করছে। সংস্থার একটি প্রিপেড প্ল্যানে এখন বিনামূল্যে অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি ভোডাফোন-আইডিয়ার ৭৯৫ টাকার প্রিপেড প্ল্যান সম্পর্কে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। Vi অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে প্ল্যানটি রিচার্জ করলে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ৪ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি মিলবে। এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যাবে।

এছাড়া ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানে অর্ধদিবস আনলিমিটেড ডেটা বেনিফিট উপভোগ করা যাবে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। উপরন্তু, এতে উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটস সুবিধা অন্তর্ভুক্ত আছে। ডেটা ডিলাইটে, কোম্পানি ব্যবহারকারীদের প্রতি মাসে ২ জিবি পর্যন্ত ব্যাকআপ ডেটা অফার করছে।

আবার ৭৯৫ টাকার Vi প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং করতে পারবেন। এই প্ল্যানের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এতে একটি ভিএমটিভি সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে, যা ব্যবহারকারীদের মোবাইল এবং টিভিতে ১৬টি ওটিটি অ্যাপ্লিকেশন বিনামূল্যে ব্যবহার করতে দেবে

৭৯৫ টাকার ভোডাফোন আইডিয়ার প্ল্যানের পাশাপাশি ৫৭৯ টাকার প্ল্যানে ৩ দিনের জন্য ৫ জিবি অতিরিক্ত ডেটা বিনামূল্যে পাওয়া যাবে। এই ভোডাফোন-আইডিয়া প্ল্যানের বৈধতা ৫৬ দিন। এই প্ল্যানে প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের জন্য ১.৫ জিবি ডেটা দেওয়া হবে। Vi কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ৫ জিবি অতিরিক্ত ডেটা অফার করছে, যা তিন দিনের জন্য বৈধ। আবার এই প্ল্যানে আপনি মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাবেন। এছাড়াও, এখানে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।