ডেটা যাদের প্রয়োজন নেই, তাদের জন্য ভয়েস কলিং এবং SMS এর সুবিধা-সহ রিচার্জ প্ল্যান নিয়ে আসার নির্দেশ দিয়েছিল ট্রাই (টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া)। সেই নির্দেশ মেনে জিও ও এয়ারটেল দু’দুটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করে। এবার ভোডাফোন আইডিয়াও দুটি কম দামি প্রিপেইড প্ল্যান আনল বাজারে। যার মধ্যে একটি প্ল্যানে পাওয়া যাবে ৩৬৫ দিন ভ্যালিডিটি।
উল্লেখ্য, ট্রাই-এর তরফ থেকে এই নির্দেশ আসার পর জিও, এয়ারটেল এবং ভিআই রিচার্জ প্ল্যান আনে। কিন্তু প্ল্যানগুলির উচ্চ দাম নিয়ে সরব হোন ব্যবহারকারীরা। ট্রাই-এর পক্ষ থেকে এই প্রিপেইড প্ল্যানগুলি পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া পরই দাম পরিবর্তন করে পুনরায় লঞ্চ করে টেলিকম কোম্পানিগুলি।
ভিআই এর ৪৭০ টাকার প্রিপেইড প্ল্যান
ভোডাফোন আইডিয়ার এই রিচার্জ প্ল্যানটির দাম হল ৪৭০। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৯০০টি ফ্রি SMS এর সুবিধা রয়েছে। SMS এর কোটা শেষ হলে প্রতি মেসেজে ১ টাকা ও এসটিডি SMS এ ১.৫ টাকা চার্জ করা হবে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
ভিআই এর ১৮৪৯ টাকার রিচার্জ
এটি একবার রিচার্জ করলে এ বছর আপনাকে আর মোবাইল রিচার্জ করতে হবে না। কারণ এটির ভ্যালিডিটি ৩৬৫ দিন। এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩৬০০টি SMS এর সুবিধা রয়েছে। তারপর কোটা শেষ হলে প্রতি SMS এ ১ টাকা চার্জ করা হবে।
বন্ধ হল ১৪৬০ টাকার রিচার্জ
এক সপ্তাহ আগে ১৪৬০ টাকার একটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছিল ভোডাফোন আইডিয়া। যার ভ্যালিডিটি ছিল ২৭০ দিন। এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS এর সুবিধা ছিল। এদিন প্রিপেইড প্ল্যানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।