Vodafone Idea তাদের গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল। সংস্থার এই নতুন প্ল্যানের দাম ২০৯ টাকা। কোম্পানির নতুন প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে ৩০০টি ফ্রি এসএমএস এর সুবিধাও রয়েছে। আবার ভোডাফোন আইডিয়ার ২০৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। অর্থাৎ নতুন প্ল্যানের সুবিধা ১৯৯ টাকার প্ল্যানের মতোই। কেবল পার্থক্য হল ২০৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কলার টিউন পাওয়া যাবে।
বেশি ডেটা এবং ভ্যালিডিটির জন্য ভোডাফোন আইডিয়ার ২১৮ টাকার প্ল্যান
ভোডাফোন আইডিয়ার ২১৭ টাকার প্ল্যানের বৈধতা ১ মাস। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য মোট ৩ জিবি ডেটা দেওয়া হয়। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ১ এমবি ডেটার জন্য ৫০ পয়সা দিতে হবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ৩০০টি ফ্রি এসএমএস দিচ্ছে কোম্পানি। ৩০০ এসএমএস শেষ হয়ে গেলে, প্রতিটি লোকাল এসএমএসের জন্য ১ টাকা এবং এসটিডি এসএমএসের জন্য ১.৫ টাকা চার্জ করা হবে।
২৪৯ টাকার প্ল্যানে দৈনিক ডেটা বেনিফিট
এই প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন। এতে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হয়ে গেলে, ইন্টারনেট স্পিড ৬৪ কেবিপিএসে নেমে যাবে। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি করে এসএমএস দিচ্ছে কোম্পানি। এছাড়াও আপনি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।
৪০ দিনের জন্য আনলিমিটেড প্ল্যান
ভোডাফোন-আইডিয়ার এই আনলিমিটেড প্ল্যানের দাম ২৮৯ টাকা। এই প্ল্যানে পাওয়া যাবে ৪ জিবি ডেটা। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ১ এমবি ডেটার জন্য ৫০ পয়সা দিতে হবে। এই প্ল্যানে ৬০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৪০ দিন।