ভোডাফোন আইডিয়ার সিম কার্ড থাকলে আপনার জন্য সুখবর। দারুন একটি অফার নিয়ে হাজির হয়েছে কোম্পানি। টেলিকম শিল্পে যা প্রতিযোগিতা জমিয়ে তুলবে বলে আশা করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ার যুগে এখন নেটের দরকার সকলের। আপনার যদি বেশি ডেটা ব্যবহার করার অভ্যাস থাকে, তাহলে ভিআই দিচ্ছে সেই সুবিধা। কারণ সম্প্রতি একাধিক রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 4G ডেটা দেওয়ার ঘোষণা করেছে কোম্পানি।
জিও, এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দেশজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। কম খরচে উচ্চ গতির ইন্টারনেট উপভোগ করা যাবে। Vodafone Idea বেশ কয়েকটি প্ল্যান চালু করেছে, যা সম্পূর্ণরূপে FUP (ফেয়ার ইউসেজ পলিসি) সীমা থেকে মুক্ত। এই প্ল্যানগুলি বর্তমানে কোম্পানির ওয়েবসাইট এবং অ্যাপে লাইভ হয়েছে। যদিও এগুলি দেশের নির্বাচিত অঞ্চলে উপলব্ধ।
আশা করা হচ্ছে, সুবিধাটি দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। তার আগে এই অফারগুলি পরীক্ষা করছে কোম্পানি। টেলিকম টকের একটি প্রতিবেদন অনুসারে, ভোডাফোন আইডিয়া মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ-সহ নির্দিষ্ট কিছু অঞ্চলে আনলিমিটেড 4G ডেটা চালু করেছে।
Vodafone Idea এর কোন কোন প্ল্যানে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে
আপনি যদি Vi সিম ব্যবহার করেন, তাহলে 365 টাকা, 379 টাকা, 407 টাকা, 449 টাকা, 408 টাকা এবং 469 টাকার মতো বিভিন্ন রিচার্জ বিকল্পের মাধ্যমে হাই-স্পিড ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও, কিছু সাশ্রয়ী মূল্যের প্ল্যান, যা আনলিমিটেড 4G ডেটা অফার করে তার মধ্যে রয়েছে – 649 টাকা, 979 টাকা, 994 টাকা, 996 টাকা, 997 টাকা, 998 টাকা এবং 1198 টাকার প্রিপেইড প্ল্যান।