ভোডাফোন-আইডিয়া (Vi) একের পর এক তাদের গ্রাহকদের উপহার দিয়ে যাচ্ছে। সংস্থাটি সম্প্রতি ঘোষণা করেছে বার্ষিক প্ল্যানগুলির সাথে রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। শুরুতে ভোডাফোন-আইডিয়ার এই সুপারহিরো সুবিধা 365 টাকা থেকে শুরু হওয়া বা রোজ 2 জিবি ডেটা প্ল্যানের সাথেই কেবল দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এখন 3599 টাকার, 3699 টাকার এবং 3799 টাকার বার্ষিক প্ল্যানের সাথেও এই সুবিধা পাওয়া যায়। আসুন এই প্ল্যানগুলিচে কী কী সুবিধা পাওয়া যায় দেখে নেওয়া যাক।
ভোডাফোন-আইডিয়া 3599 টাকার প্ল্যান
বার্ষিক এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য রোজ 2 জিবি ডেটা দিচ্ছে ভোডাফোন আইডিয়া। এখানে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা বেনিফিট পাওয়া যাবে। এখানে উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটস এর সুবিধাও রয়েছে। সাথে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানে আপনি OTT সুবিধা পাবেন না।
ভোডাফোন-আইডিয়ার 3699 টাকার প্ল্যান
এক বছরের বৈধতা সহ আসা এই প্ল্যানে আপনি প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের জন্য 2 জিবি ডেটা পাবেন। সুপারহিরো বেনিফিট থাকার কারণে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা মিলবে। এছাড়া উপরের প্ল্যানের সমস্ত সুবিধাও এখানে রয়েছে। পাশাপাশি 1 বছরের জন্য ডিজনি + হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশন এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে পাওয়া যাবে।
ভোডাফোন-আইডিয়ার 3799 টাকার প্ল্যান
365 দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানে প্রত্যহ 2 জিবি ডেটা অফার করা হয়। এখানেও রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা উপভোগ করা যাবে। এই প্ল্যানের সাথেও উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের সুবিধা অফার করা হয়। গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস পাবেন। এই প্ল্যানের সাথে এক বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন পাওয়া যায়।
Vodafone Idea -র সুপারহিরো প্রিপেড প্যাকগুলি বর্তমানে কেবল মহারাষ্ট্র, নয়াদিল্লি, গুজরাট, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং হরিয়ানা সার্কেলে উপলব্ধ।