টেলিকম

Vodafone Idea দিচ্ছে ২ টাকা অতিরিক্ত খরচে হটস্টার অথবা অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন

Published on:

Vodafone Idea under rs 1000 recharge plans with unlimited data amazon prime Hotstar subscription

ভোডাফোন আইডিয়া (Vi) তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। এরমধ্যে কিছু প্ল্যানে ১২ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট এবং উইকএন্ড ডেটা রোলওভারের মতো সুবিধা পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা Vi এর ১,০০০ টাকার কমে দুটি প্ল্যানের কথা বলবো, যেখানে সব ধরনের সুবিধা পাওয়া যাবে। আর এই দুই প্ল্যানের দামের মধ্যে পার্থক্য মাত্র ২ টাকা। যদিও এই ২ টাকার ব্যবধানে একটি প্ল্যানে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে, আবার আরেকটি প্ল্যানে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন মিলবে। আমরা এখানে Vi এর ৯৯৪ টাকা এবং ৯৯৬ টাকার প্ল্যান সম্পর্কে কথা বলবো।

Vi এর ৯৯৪ টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ৯৯৪ টাকার প্রিপেড প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে গ্রাহকরা আনলিমিটেড কল সহ প্রতিদিন ১০০টি এসএমএস এবং রোজ ২ জিবি ডেটা পাবেন। মনে রাখবেন এটি 4G ডেটা। দৈনিক ডেটা লিমিট শেষ করে ফেললে ইন্টারনেটের গতি কমে হয়ে যাবে ৬৪ কেবিপিএসে।

WhatsApp Community Join Now

এই প্ল্যানে ১২ ঘন্টা আনলিমিটেড ডেটা (রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত), ডেটা ডিলাইটস এবং উইকএন্ড ডেটা রোলওভারের মতো সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। শুধু তাই নয়, এই প্ল্যানে গ্রাহকরা পুরো তিন মাস (৯০ দিন) ডিজনি+ হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।

Vi এর ৯৯৬ টাকার প্ল্যান

Vi-এর ৯৯৬ টাকার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে গ্রাহকরা আনলিমিটেড কল সহ প্রতিদিন ১০০টি এসএমএস এবং ২ জিবি ডেটা উপভোগ করা যাবে। এটিও 4G ডেটা। দৈনিক ডেটা লিমিট শেষ করে ফেললে ইন্টারনেটের গতি কমে হবে ৬৪ কেবিপিএস।

এই প্ল্যানেও ১২ ঘন্টা আনলিমিটেড ডেটা, ডেটা ডিলাইট এবং উইকএন্ড ডেটা রোলওভারের মতো সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। পার্থক্য শুধু এখানে গ্রাহকরা পুরো তিন মাস (৯০ দিন) বিনামূল্যে অ্যামাজন প্রাইম লাইটের সাবস্ক্রিপশন পাবেন। গ্রাহকরা ২ টি ডিভাইসে (টিভি বা মোবাইল) এইচডি (720P) রেজোলিউশন সহ প্রাইম ভিডিও দেখতে পারবেন। এর মধ্যে রয়েছে একদিনের ফ্রি ডেলিভারিও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন