Bajaj Auto আজ Pulsar RS200 স্পোর্টস বাইকের বহুল প্রত্যাশিত নতুন ভার্সন লঞ্চের ঘোষণা করল। পালসার লাইনআপের এই আইকনিক মডেলটি বাজারে এসেছিল 2015 সালে। প্রায় দশ বছর বাদে উল্লেখযোগ্য আপডেটের সঙ্গে লঞ্চ হল এটি। দাম রাখা হয়েছে 1.84 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই বাইকটি তিনটি নতুন রঙে কেনা যাবে – গ্লসি রেসিং রেড, পার্ল মেটালিক হোয়াইট, ও অ্যাক্টিভ স্যাটিন ব্ল্যাক।
2025 Bajaj Pulsar RS200 অবশেষে লঞ্চ হল
নতুন পালসার আরএস200 একটি 199.5 সিসি লিকুইড কুল্ড, ফুয়েল-ইনজেক্টেড, সিঙ্গেল-স্পার্ক, 4-ভাল্ভ ইঞ্জিন দ্বারা পরিচালিত। এটি 24.5 পিএস এবং 18.7 এনএম টর্ক উৎপাদনে সক্ষম। সিক্স-স্পিড গিয়ারবক্স মিলবে এই বাইকে। সঙ্গে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ বর্তমান৷ আপডেট হওয়া পালসার আরএস200 ইন্টিগ্রেটেড এলইডি টেইল ল্যাম্প এবং স্লিক রিয়ার সেকশন পেয়েছে। যা বাইকটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।
নতুন মডেলের সামনেও একই লুকস ধরে রাখা হয়েছে। পরিচিত সেই শার্প ফেয়ারিং ও এলইডি ডিআরএল সহ এলইডি প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে। উন্নত নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের জন্য, Pulsar RS200 ডুয়াল-চ্যানেল ABS, চওড়া টায়ার, এবং কাস্টমাইজেবল রাইড মোড অফার করে। মোটরবাইকটি নতুন এলসিডি ডিসপ্লের সাথে আসে, যা ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কল, এসএমএস এলার্ট, এবং নেভিগেশন অফার করে।
বাজাজ অটোর প্রেসিডেন্ট (মার্কেটিং) সুমিত নারাং লঞ্চ প্রসঙ্গে বলেন, “পালসার রেঞ্জ সবসময়ই রোমাঞ্চ এবং উদ্ভাবনের প্রতীক। নতুন পালসার RS200 উচ্চ গতি এবং অনবদ্য কর্নারিং প্রিসিশনের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখে। এটি ট্র্যাক ও প্রতিদিন রাইডের জন্য একটি নিখুঁত অলরাউন্ডার সঙ্গী।”
তিনি যোগ করেন, স্পোর্টি গ্রাফিক্স, ফ্লোটিং প্যানেল এবং এরোডাইনামিক ফুল-ফেয়ার স্টাইলিংয়ের সাথে সর্বশেষ প্রযুক্তির সংযোজন Pulsar RS200 তরুণদের জন্য একটি অসাধারণ প্যাকেজ করে তুলেছে। বাজাজ অটো মোটরসাইকেলকে সংজ্ঞায়িত করে এমন পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপডেট করা RS200 আমাদের আধিপত্যকে আরও এগিয়ে নেওয়ার দিকে একটি সাহসী পদক্ষেপ।”