MG Motor India আজ ভারতের বাজারে Comet EV ইলেকট্রিক গাড়ির নতুন সংস্করণ লঞ্চ করেছে। ব্যাটারি সাবস্ক্রিপশন প্ল্যানের সাথে নয়া মডেলটির দাম ৪.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। ব্যাটারি ভাড়ায় নিলে প্রতি কিলোমিটারে মাত্র ২.৫ টাকা খরচ হবে ব্যবহারকারীদের। অর্থাৎ পেট্রল-ডিজেল গাড়ির তুলনায় অর্ধেক খরচ হবে। বৈদ্যুতিক গাড়িটির নতুন মডেলে আরাম, সুবিধা ও সুরক্ষা উন্নত করার লক্ষ্যে নতুন ফিচার্সের যুক্ত করেছে এমজি মোটর।
প্রথমে ভেরিয়েন্টের প্রসঙ্গে আসা যাক৷ ২০২৫ এমজি কমেট ইভি পাঁচটি ট্রিম উপলব্ধ – এক্সিকিউটিভ, এক্সাইট, এক্সাইট ফাস্ট চার্জ (এফসি), এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ ফাস্ট চার্জিং। আপগ্রেডের কথা বললে, গাড়িটির এক্সাইট এবং এক্সাইট এফসি ভেরিয়েন্টগুলি এখন একটি রিয়ার পার্কিং ক্যামেরা, পাওয়ার-ফোল্ডিং আউটসাইড রিয়ার ভিউ মিরর বা ORMS সহ এসেছে।
অন্যদিকে, এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ এফসি ভেরিয়েন্টগুলিতে এখন লেদারেট সিট এবং একটি ফোর-স্পিকার অডিও সিস্টেম রয়েছে। একইভাবে, এমজি কমেট ইভি মডেলটির ফাস্ট চার্জ ট্রিমগুলি ১৭.৪ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি প্যাকের সাথে এসেছে, যা ফুল চার্জ করলে ২৩০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ সরবরাহ করতে সক্ষম।
এছাড়াও, MG Comet EV গাড়িটিতে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, ১০.২৫ ইঞ্চি ড্রাইভার ডিসপ্লে, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিভার্স পার্কিং ক্যামেরা, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, রিয়ার পার্কিং সেন্সর, স্পিড-সেন্সিং অটো ডোর লক, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, ফলো মি হোম হেডল্যাম্প সহ বিভিন্ন ফিচার্স অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে এই গাড়ির Blackstrom Edition ভারতে লঞ্চ হয়েছিল, যা টপ মডেল Exclusive ভেরিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি। বর্তমানে ৭.৮০ লাখ টাকা (এক্স-শোরুম) দাম। এমজি কমেট ইভি ব্ল্যাকস্টর্ম এডিশনের ডিজাইনে সবথেকে বেশি নতুনত্ব রয়েছে। ভিতরে এবং বাইরে উভয় দিকেই লাল হাইলাইট-সহ সম্পূর্ণ কালো থিম ব্যবহার হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.