টাটা মোটরস (Tata Motors) অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের অ্যালট্রোজ (Altroz) প্রিমিয়াম হ্যাচব্যাকের ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছে। নতুন অবতারে গাড়িটির চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছে। আপডেটেড মডেলের ডিজাইন ও ফিচার্সের তালিকায় অনেক পরিবর্তন এসেছে। বিগত পাঁচ বছরে এটাই সবচেয়ে বড় মেকওভার। টাটা অ্যালট্রোজ ফেসলিফ্ট সংস্করণের দাম ৬.৮৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এবং টপ মডেলের মূল্য ১১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আগের মডেলের তুলনায় ২৪,০০০ টাকা বেশি দামি। নতুন গাড়িটির বুকিং ২রা জুন থেকে শুরু হবে।
অ্যালট্রোজ ফেসলিফ্ট পাঁচটি মূল ট্রিম লেভেলে পাওয়া যাবে: স্মার্ট, পিওর, ক্রিয়েটিভ, অ্যাকমপ্লিশড এস এবং অ্যাকমপ্লিশড+ এস। গাড়ির অন্দরমহলে নতুনভাবে ডিজাইন করা ড্যাশবোর্ড লেআউট রয়েছে। টু-স্পোক ইল্যুমিনিটেড (আলোকিত) স্টিয়ারিং হুইল , গিয়ার লিভার, এসি ভেন্ট এবং এয়ার কন্ডিশনিং কন্ট্রোল দেওয়া হয়েছে।
ফিচার্সের কথা বললে, উচ্চতর ভেরিয়েন্টগুলিতে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও একই আকারের একটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার বর্তমান। অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, রিয়ার এসি ভেন্ট, কী-লেস বা চাবিহীন এন্ট্রি, ওয়্যারলেস স্মার্টফোন চার্জিং, ক্রুজ কন্ট্রোল এবং ব্লাইন্ড স্পট মনিটরিং। আবার একদম টপ মডেলে ৫০টিরও বেশি কানেক্টেড কার টেকনোলজি এবং ইনবিল্ট এয়ার পিউরিফায়ার পাওয়া যাবে।
পারফরম্যান্সের দিক থেকে, ২০২৫ টাটা অল্ট্রোজ মডেলের ইঞ্জিন অপরবির্তিত। তবে অতিরিক্ত গিয়ারবক্সের বিকল্প যোগ করেছে কোম্পানি। ১.২ লিটার তিন-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনটি ৮৭ বিএইচপি এবং ১১৫ এনএম টর্ক উৎপন্ন করে। এটি ডুয়াল সিলিন্ডার সিএনজি অপশনেও উপলব্ধ। অন্যদিকে, ১.৫-লিটার চার-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ৮৮ বিএইচপি এবং ২০০ এনএম উৎপন্ন করে। ট্রান্সমিশনের মধ্যে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল, ৬ স্পিড ডুয়াল-ক্লাচ অটো এবং নতুন ৫-স্পিড এএমটি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.