মুখ্য সংবাদ

আর কম্পিউটার দরকার নেই, মোবাইলের জন্য এল Adobe Photoshop অ্যাপ, পাবেন এআই ফিচার

Published on:

Abode photoshop app Launched for iphone Android coming soon

অবশেষে আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হল Adobe Photoshop অ্যাপ। এদিন, আনুষ্ঠানিক ভাবে আইফোনের জন্য ফটোশপ চালু করেছে অ্যাডোবি। মোবাইল এবং ওয়েব প্ল্যাটফর্মে এই ফটোশপের সুবিধা পাওয়া যাবে। আইফোনে এখন চালু হলেও, অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণটি চলতি বছরের শেষের দিকে চালু হবে বলে আশা করা হচ্ছে। এই অ্যাপে একাধিক এআই ফিচার যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীদের নির্বিঘ্ন অভিজ্ঞতা প্রদান করবে।

আইফোনে চালু অ্যাডোব ফটোশপ : সাবস্ক্রিপশন খরচ

আইফোনে ফটোশপ মোবাইল অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলির জন্য ফটোশপ মোবাইল এবং ওয়েব প্ল্যানের মাধ্যমে সাবস্ক্রিপশন নিতে হবে। যার দাম প্রতি মাসে ৭.৯৯ ডলার (প্রায় ৬৬৫ টাকা) অথবা বার্ষিক ৬৯.৯৯ ডলার (প্রায় ৫,৮৩০ টাকা)। এই প্ল্যানে মোবাইল, আইপ্যাড এবং ওয়েবে ফটোশপের অতিরিক্ত বৈশিষ্ট্যগুলিও অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন ফিচার

নতুন ফিচারের মধ্যে রয়েছে লেয়ার এবং মাস্ক, যা কোর ফটোশপ টুল ব্যবহার করে ছবি একত্রিত এবং মিশ্রিত করতে পারে। এছাড়া সহজেই একটি ছবির অংশগুলি সরাতে পারবেন এবং পুনরায় রঙ বা প্রতিস্থাপন করতে পারবেন। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে : জেনারেটিভ এআই টুল, স্পট হিলিং ব্রাশ, ক্রিয়েটিভ অ্যাপ ইন্টিগ্রেসন এবং অ্যাডোব স্টক লাইব্রেরি।

আরও যেসব ফিচার রয়েছে –

সুনির্দিষ্ট সম্পাদনার জন্য ডিভাইসগুলির মধ্যে দ্রুত রূপান্তর।

ফটোশপ ওয়েবে জেনারেট সিমিলার এবং রেফারেন্স ইমেজের মতো বাণিজ্যিকভাবে নিরাপদ এআই টুল।

অতিরিক্ত ফন্ট বিকল্প-সহ ২০,০০০ এরও বেশি ফন্ট।

সুনির্দিষ্ট সম্পাদনার জন্য ম্যাজিক ওয়ান্ড-সহ উন্নত অবজেক্ট সিলেকশন টুল।

রিমুভ টুল, ক্লোন স্ট্যাম্প এবং কন্টেন্ট-অ্যাওয়ার ফিল এর মতো উন্নত রিটাচিং টুল।

রঙের প্রভাবের জন্য সৃজনশীল মিশ্রণ মোড।

ব্রাইটনেসের জন্য হালকা এবং গাঢ় করার টুল।