Amazon Now: ১০ মিনিটেই পছন্দের প্রোডাক্ট ডেলিভারি দেবে অ্যামাজন, চালু হল নতুন পরিষেবা

অ্যামাজনে যারা কেনাকাটা করেন তাদের জন্য সুখবর। ই-কমার্স সাইটটি নিয়ে এল ‘১০ মিনিট ডেলিভারি’ পরিষেবা, যার নাম দেওয়া হয়েছে ‘Amazon Now’। আপাতত দিল্লিতে এই পরিষেবা চালু করা হয়েছে। যেখানে মাত্র দশ মিনিটেই হাতে চলে আসবে নিত্যপ্রয়োজনীয় প্রোডাক্ট। এত দিন এই আল্ট্রা-ফাস্ট সার্ভিস কেবল বেঙ্গালুরু শহরের কিছু নির্দিষ্ট এলাকাতেই পাওয়া যেত। কিন্তু এবার দিল্লির কিছু পিন কোডেও চালু হয়ে গেল এই পরিষেবা। শোনা যাচ্ছে, পরের ধাপে Amazon Now পরিষেবায় আরও শহরকে যুক্ত করা হবে।

১০ মিনিটে প্রোডাক্ট ডেলিভারি দেবে Amazon Now

অ্যামাজনের একজন মুখপাত্র বলেছেন, “ক্রেতাদের সময় বাঁচানো, দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি দেওয়া এবং প্রোডাক্টের বৈচিত্র্যে জোর দেওয়াই আমাদের মূল লক্ষ্য। বেঙ্গালুরু ও দিল্লিতে অ্যামাজন নাউ পরিষেবা চালু হওয়ার পর থেকেই অসাধারণ সাড়া পাচ্ছে কোম্পানি। সেটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, এবং এখন আমরা এই পরিষেবাকে আরও বিস্তৃত করার পথে হাঁটছি।”

Amazon Now পরিষেবায় কোন কোন প্রোডাক্ট পাওয়া যাবে

অ্যামাজন নাউ পরিষেবার মাধ্যমে মিলবে গ্রোসারি, ব্যক্তিগত যত্নের জিনিস, হোম কেয়ার বা এমনকি পোষ্যদের খাবারও। আর অ্যামাজনের তরফে নিশ্চিত করা হয়েছে যে, যত দ্রুত হোক না কেন, কোয়ালিটি ও নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না।

আগেই এসেছে Flipkart Minutes পরিষেবা

বিগত বছরগুলিতে অ্যামাজন এক বা দুদিনের মধ্যে ডেলিভারি দিত। কিন্তু আজকের দিনে যেখানে ক্রেতারা মোবাইল থেকে মাশরুম, সবই চটজলদি হাতে পেতে চাইছেন, তখন পুরানো গতিতে চললে আর চলে না। গত বছর ফ্লিপকার্ট ‘Flipkart Minutes’ নামে একই ধরনের পরিষেবা চালু করে, যা ইতিমধ্যে ১৪টি শহরে ছড়িয়ে পড়েছে। একে তো প্রযুক্তির উন্নতি, তার উপর ক্রমেই ব্যস্ত হয়ে পড়া নাগরিক জীবন, এই দুই মিলে দেশের বাজারে ‘কুইক কমার্স’-এর চাহিদা আকাশছোঁয়া।

আর এই চাহিদা মেটাতে ফ্লিপকার্টের পর এখন সামিল হচ্ছে অ্যামাজনও। ২০১৩ সাল থেকে ভারতে ইতিমধ্যেই তারা ১১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। শুধু চলতি বছরের জুনেই অ্যামাজন ঘোষণা করেছে ২৩.৩ কোটি ডলারের অতিরিক্ত বিনিয়োগ, যার একটা বড় অংশ যাবে নতুন পাঁচটি ফুলফিলমেন্ট সেন্টার তৈরিতে, যাতে ছোট শহর ও মফস্বলে আরও দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া যায়।