ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় সুবিধা আনল Airtel। ওটিটি অ্যাপগুলির মধ্যে বেশ পরিচিত অ্যাপল টিভি। এবার সেই প্ল্যাটফর্মের ৬ মাস সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে এয়ারটেল। কোম্পানি নির্দিষ্ট কয়েকটি প্ল্যান এনেছে, যা রিচার্জ করলে এই সুবিধা পাওয়া যাবে। অ্যাপলের সঙ্গে হাত মিলিয়ে এই অফারটি হাজির করেছে এয়ারটেল। অ্যাপল টিভি ছাড়াও কোম্পানির একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে জিও হটস্টার, জি৫, অ্যামাজন প্রাইম ভিডিয়ো এবং নেটফ্লিক্স-সহ অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
হাত মেলাল এয়ারটেল ও অ্যাপল টিভি
এই যৌথ উদ্যোগের অধীনে, এয়ারটেল ব্যবহারকারীরা অ্যাপল টিভি+ এর এক্সক্লুসিভ অফারগুলি উপভোগ করতে পারবেন। এই প্ল্যাটফর্মে বাচ্চা এবং পরিবারের বড়দের জন্য রয়েছে নাটক, কমেডি, চলচ্চিত্র, তথ্যচিত্র এবং মনোরম কন্টেন্টের একটি সমৃদ্ধ সমাহার। ভাষার ক্ষেত্রে ইংরেজি, হিন্দি-সহ একাধিক ভাষায় কন্টেন্ট উপভোগ করা যাবে। এছাড়া, অ্যাপল মিউজিকের লাইব্রেরিও উপভোগ করতে পারবেন। জনপ্রিয় সিরিজ ও সিনেমা দেখা যাবে, যার মধ্যে রয়েছে “টেড ল্যাসো,” “সিভারেন্স,” “দ্য মর্নিং শো,” “স্লো হর্সেস,” “সিলো,” “শ্রিংকিং,” এবং “ডিসক্লেইমার”।
হোম ওয়াইফাই প্ল্যান
হোম ওয়াইফাই প্ল্যানের দাম শুরু ৯৯৯ টাকা থেকে। এই প্ল্যানে ২০০ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যাবে। ওটিটি সাবস্ক্রিপশন রয়েছে অ্যাপল টিভি+, জি৫, জিওহটস্টার, অ্যামাজন প্রাইম-সহ ২৩টি ওটিটি। এই ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি লাইভ টিভি চ্যানেল দেখতে চাইলে ১,০৯৯ টাকার প্ল্যান নিতে পারেন, যেখানে ৩৫০টির বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে এবং ২০০ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যাবে।
পোস্টপেইড প্ল্যান
পোস্টপেইড প্ল্যানের দাম শুরু ৯৯৯ টাকা থেকে। এই রিচার্জ প্ল্যানে ১৫০ জিবি ডেটা পাওয়া যাবে, দুটি ডিভাইস অ্যাড-অন করতে পারবেন এবং অ্যাপল টিভি+, অ্যাপল মিউজিক জি৫, জিওহটস্টার, অ্যামাজন প্রাইম-সহ ২৩টি ওটিটির সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। সবথেকে দামি প্ল্যান রয়েছে ১,৭৪৯ টাকার, যেখানে ৩২০ জিবি ডেটা, ৪টি অ্যাড-অন ডিভাইস এবং অ্যাপল টিভি+, অ্যাপল মিউজিক জি৫, নেটফ্লিক্স, জিওহটস্টার, অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।