মুখ্য সংবাদ

বিশ্বের দীর্ঘতম সমুদ্রতল ইন্টারনেট কেবল বসাল এয়ারটেল, রয়েছে ১০০ টিবিপিএস ক্ষমতা

Published on:

airtel sucessfully worlds longest 2africa pearls subsea internet cable in india with meta

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel এদিন বিশ্বের দীর্ঘতম সমুদ্রতল ইন্টারনেট কেবল স্থাপন করল, যার নাম ২আফ্রিকা পার্লস। সেন্টার৩, ভোডাফোন এবং মেটার সহযোগিতায় এই ৪৫,০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত ইন্টারনেট কেবল বসিয়েছে এয়ারটেল। এর ফলে মধ্যপ্রাচ্যের মাধ্যমে এশিয়াকে আফ্রিকা এবং ইউরোপের সাথে সংযুক্ত করা যাবে বলে দাবি করা হয়েছে।

মেটা, সেন্টার৩ এবং ভোডাফোন গ্রুপের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের নেতৃত্বে ২আফ্রিকা পার্লস সিস্টেমটি গড়ে তোলা হয়েছে। ভারতের দিক থেকে এই কেবল পরিচালনা করবে এয়ারটেল, যা ১০০ টিবিপিএস (টেরাবিট প্রতি সেকেন্ড) ক্ষমতা ধারণ করতে সক্ষম।

উল্লেখ্য, গত মাসে চেন্নাই ও মুম্বাইতে SEA-ME-WE-৬ কেবল স্থাপন করেছে কোম্পানি, যা মিশরের মাধ্যমে ভারত, সিঙ্গাপুর এবং ফ্রান্সকে সংযুক্ত করবে।

এই প্রসঙ্গে এয়ারটেল বিজনেসের পরিচালক এবং সিইও শরৎ সিনহা বলেন, “আমাদের গ্রাহকদের উচ্চ আপটাইম, নির্ভরযোগ্যতা এবং উন্নত মানের নেটওয়ার্ক সরবরাহের জন্য বিশ্বব্যাপী কেবল সিস্টেমে বিনিয়োগ চালিয়ে যাব আমরা।”

তবে এক্ষেত্রে বলে রাখা উচিত, এয়ারটেলের এই বিস্তৃত কেবল লাইনে যে সংস্থাগুলির যোগদান রয়েছে সেগুলি হল – Bayobab, China Mobile International, Orange, Telecom Egypt এবং WIOCC এর মতো আন্তর্জাতিক সংস্থা।

আর কেবল সিস্টেমের যন্ত্রপাতি উৎপাদন ও স্থাপনের কাজে নিযুক্ত রয়েছে আলকেটেল সাবমারিন নেটওয়ার্কস। এই মাইলফলকের পর এয়ারটেল এখন বিশ্বব্যাপী ৩৪টি সাব-সি কেবল সিস্টেমে বিনিয়োগ করেছে। যার নেটওয়ার্ক ৫০টি দেশ এবং পাঁচটি মহাদেশ জুড়ে ৪,০০,০০০ রুট কিলোমিটার জুড়ে বিস্তৃত।

প্রসঙ্গত, সমুদ্রতলে অবস্থিত এই কেবলগুলিকে বিশ্বব্যাপী টেলিযোগাযোগের মেরুদণ্ড বলা হয়। কারণ এগুলি প্রায় ৯৯ শতাংশ ইন্টারনেট ট্র্যাফিক এবং বাণিজ্য, অর্থ, সরকারি কাজ, ডিজিটাল স্বাস্থ্য এবং শিক্ষার মতো সহায়ক পরিষেবা বহন করে থাকে।