এবার ভারতে আসছে অ্যালকাটেল (Alcatel) ব্র্যান্ডের স্মার্টফোন। এই ব্র্যান্ডটি পরিচালনা করে ফরাসি প্রযুক্তি সংস্থা টিসিএল কমিউনিকেশন, যার অভিভাবক সংস্থা ও লাইসেন্স অধিকারী স্বয়ং Nokia। সংস্থার দাবি, তারা সরকারের “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৫ সালে এই নিয়ে দ্বিতীয় বিদেশি সংস্থা ভারতে পা রাখল স্মার্টফোন উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে। এর আগে ২৫ মার্চ স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা জানায় এসার (Acer)।
বছরের পর বছর ধরে অভিজ্ঞতা এবং পেটেন্ট প্রযুক্তি কাজে লাগিয়ে স্মার্টফোনের মাধ্যমে ভারতীয় ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা অ্যালকাটেলের। প্রসঙ্গত, ১৯৯৬ সালে কর্ডলেস মোবাইল ফোন বিক্রি শুরু করেছিল এই সংস্থাটি। তবে, স্মার্টফোনের ব্যাপক উত্থানের সময় মালিকানা পরিবর্তন হয় সংস্থার। তার পর ২০০৬ সালে টেলিযোগাযোগ সরঞ্জামের উপর মনোযোগ দেওয়ার জন্য লুসেন্টের সাথে হাত মেলায় তারা। ২০১৬ সালে কোম্পানিটি নোকিয়া দ্বারা অধিগ্রহণ করা হয়।
অ্যালকাটেলের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে বিভিন্ন ধরণের স্মার্টফোনের বানিয়ে থাকে তারা। যার মধ্যে রয়েছে Alcatel 1B (2022), Alcatel 1L Pro, Alcatel 1V, Alcatel 1L (2021), ও Alcatel 1S (2021)। তবে, কোম্পানিটি এখনও ভারতে লঞ্চ হওয়া তাদের প্রথম ডিভাইস সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।
এছাড়াও, ওয়েবসাইটে দেখা গিয়েছে যে, পোর্টফোলিওতে অ্যালকাটেল স্মার্ট ট্যাব, TKEE, অ্যালকাটেল ৩ সিরিজ এবং অ্যালকাটেল ১ সিরিজের মতো ট্যাবলেটও রয়েছে। তবে কোম্পানি ভারতে এখনই এই ট্যাবলেটগুলি চালু করার পরিকল্পনা করছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.