Amazon Great Republic Day Sale 2026: ১০ হাজার টাকার কমে কিনুন সেরা বাজেট ফোন

Amazon Great Republic Day Sale 2026 শুরু হয়ে গিয়েছে। ১৬ জানুয়ারি থেকে চালু হওয়া এই সেলে ১০ হাজার টাকার কম দামে একাধিক 5G ও বড় ব্যাটারির ফোন পাওয়া যাচ্ছে। তাই যারা প্রিমিয়াম ফোন নয়, বরং দৈনন্দিন ব্যবহার উপযোগী একটি নির্ভরযোগ্য স্মার্টফোন খোঁজ করছেন, তাদের জন্য এই সেলে ভালো সুযোগ রয়েছে।
অ্যামাজন ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, “Great Republic Day Sale-এ আমরা চেষ্টা করেছি সব বাজেট নির্ভর ক্রেতাদের জন্য লোভনীয় অফার দেওয়ার। বিশেষ করে এন্ট্রি ও মিড-বাজেট স্মার্টফোনে এবার ডিসকাউন্টের পরিমাণ আগের বছরের তুলনায় বেশি পাওয়া যাবে।” তার কথায়, নো কস্ট ইএমআই, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিল মিলিয়ে একাধিক ফোন সস্তায় কেনা যাবে।
Amazon Great Republic Day Sale 2026 এর সেরা স্মার্টফোন অফার
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে অনেক কম দামে কেনা যাবে Samsung Galaxy M07 5G। প্রায় ১০ হাজার টাকার রেঞ্জে বাজারে আসা হ্যান্ডসেটটি এখন ৭,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং IP54 রেটিং।
পরবর্তী মডেল হল Redmi A4 5G। এতে আছে ১২০ হার্টজ ডিসপ্লে। সেল চলাকালীন ডিভাইসটি ৮,২৯৯ টাকায় কেনা যাবে। Redmi-র পক্ষ থেকে জানানো হয়েছে, এর সাথে ১৮ ওয়াট চার্জার দেওয়া হবে।
ক্রেতারা Realme Narzo 80 Lite 4G মডেলের সাথেও ডিল পাবেন। হ্যান্ডসেটটির মূল আকর্ষণ ৬,৩০০ এমএএইচ ব্যাটারি। সেলে এটি ৭,৮৯৮ টাকায় পাওয়া যাবে।
পিছিয়ে নেই দেশি ব্র্যান্ড Lava-ও। ব্র্যান্ডের Lava Bold N1 5G মডেলটি ৭,৯৯৯ টাকায় বিক্রি হবে। এতে স্টক-অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা ও 5G সাপোর্ট মিলবে।
আপনি চাইলে Samsung M06 5G মডেলটি কিনতে পারেন। ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও বড় ৬.৭-ইঞ্চি ডিসপ্লের হ্যান্ডসেটটি সেলে ৮,৯৯৯ টাকায় লিস্টেড আছে।

