মুখ্য সংবাদ

ফোন, ল্যাপটপে বিপুল ছাড়! শুরু হচ্ছে Amazon Great Republic Day সেল, কী কী অফার দেখে নিন

Published on:

Amazon great republic day sale will start from 13 January discount offer on smartphones laptops tab

বছরের প্রথম সেল ঘোষণা করল মার্কিন ই-কমার্স সাইট অ্যামাজন। শুরু হতে চলেছে Amazon Great Republic Day Sale 2025। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই সেল আয়োজন করে অ্যামাজন। মূলত, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব-সহ একাধিক বৈদ্যুতিন জিনিসে ছাড় থাকে এই সেলে। এছাড়া হোম অ্যাপ্লায়েন্স বিভাগে বিভিন্ন পণ্যের উপর আকর্ষণীয় অফার রাখে অ্যামাজন।

কবে থেকে শুরু অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল?

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল শুরু হবে 13 জানুয়ারি দুপুর 12 টা থেকে। তবে, অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য 12 ঘণ্টা আগে অর্থাৎ 13 জানুয়ারি 12 AM মধ্যরাত থেকে শুরু হবে। অ্যামাজন রিপাবলিক সেলে কী ডিল এবং অফার থাকছে সেই সম্পর্কে বিশদ তথ্য জেনে নিন।

WhatsApp Community Join Now

Amazon Great Republic Day Sale 2025 : অফার ও ছাড়

ক্রেতারা EMI লেনদেন সহ SBI ক্রেডিট এবং ডেবিট কার্ডের সাথে অতিরিক্ত 10% ছাড় পাবেন। এছাড়াও, অ্যামাজন বিভিন্ন বিভাগ জুড়ে আকর্ষণীয় ডিল এবং ডিসকাউন্ট অফার করবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্স, ল্যাপটপ এবং আরও অনেক পণ্যের দামও কমতে পারে। প্রয়োজনীয় ডিভাইসগুলি কম দামে কিনতে পারবেন এই সেলে।

অফারের তালিকা :

বাড়ি, রান্নাঘর এবং আউটডোর আইটেমগুলিতে ন্যূনতম 50% ছাড় পাবেন। অ্যামাজন ব্র্যান্ড এবং আরও অনেক কিছুতে 75% পর্যন্ত ছাড়৷ স্মার্টওয়াচ, ল্যাপটপ, ট্যাবলেট এবং TWS ইয়ারবাডের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলিতে 75% পর্যন্ত ছাড়। টিভি এবং প্রজেক্টরে 65% পর্যন্ত ছাড়। Alexa এবং Fire TV ডিভাইসে 35% পর্যন্ত ছাড়। মোবাইল ফোন এবং আনুষাঙ্গিকগুলিতে 40% পর্যন্ত ছাড়। ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর এবং এসি-তে 65% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন