Amazon Prime Day 2025: ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, প্রাইম ডে সেলে স্মার্টফোন থেকে বাইক কিনুন বিপুল ছাড়ে

অ্যামাজনের প্রাইম ডে সেল ২০২৫ (Amazon Prime Day Sale) গতকাল রাত ১২টা থেকে শুরু হয়ে গিয়েছে। এই সেল চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। এই ৭২ ঘণ্টায় ক্রেতারা উপভোগ করবেন ধামাকাদার ডিসকাউন্ট, এক্সক্লুসিভ লঞ্চ আর বিভিন্ন কম্বো ডিল। তবে কেবল প্রাইম মেম্বাররা এই সুবিধা পাবে। নতুন ফোন থেকে শুরু করে হাই-টেক গ্যাজেট, গ্রোসারি থেকে লাইফস্টাইল, আপনার যা যা প্রয়োজন, সব কিছুই এই সেলে কম দামে পাওয়া যাবে। চলুন অ্যামাজন প্রাইম ডে সেলে কোন কোন ক্যাটেগরিতে কী অফার থাকছে দেখে নেওয়া যাক।

স্মার্টফোন ও অডিও গ্যাজেট

অ্যামাজন প্রাইম ডে সেলে OnePlus 13 কেনা যাবে মাত্র ৫৯,৯৯৯ টাকায়। এতে আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল Hasselblad ট্রিপল ক্যামেরা। একইসঙ্গে OnePlus Buds 3 পাওয়া যাবে ৪,২৯৯ টাকায়, যা ৪৯ ডেসিবেল নয়েজ ক্যানসেলেশন অফার করে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য DJI Osmo Pocket 3 Creator Combo মাত্র ৬১,৪৯০ টাকায় সেলে বিক্রি হবে।

ল্যাপটপ, ট্যাব ও স্মার্টওয়াচ

যারা ওয়ার্ক ফ্রম হোম বা কলেজের জন্য একটা ভালো ল্যাপটপ খোঁজ করছেন, তাদের জন্য Asus Vivobook i5 আদর্শ হতে পারে। সেলে এর দাম থাকছে ৪৪,৯৯০ টাকা। আবার Samsung Tab S9 FE পাওয়া যাচ্ছে ২৩,২৪৯ টাকায় আর Galaxy Watch 6 Classic LTE কিনতে খরচ পড়বে ১৭,২৯৯ টাকা।

স্টাইল ও বিউটি প্রোডাক্ট

Safari ও boAt একসঙ্গে মিলে লঞ্চ করেছে ট্র্যাকার সহ স্মার্ট লাগেজ, যার অ্যামাজন প্রাইম ডে সেলে দাম পড়বে মাত্র ৪,৪৯৯ টাকা। পাশাপাশি GAP, Fossil, Olay, Minimalist–এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্ট কেনা যাবে ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে। মনসুন স্টোর ও Gen Z কালেকশনের উপরেও থাকছে ৬০ শতাংশের বেশি ডিসকাউন্ট।

গ্রোসারি আইটেম

অ্যামাজন ফ্রেশ বিভাগে পাওয়া যাবে ফ্ল্যাট ৪০০ টাকা ক্যাশব্যাক, সঙ্গে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। যারা Whey Protein, Olive Oil বা Surf Excel–এর মতো প্রোডাক্ট রেগুলার কিনে থাকেন, তাদের জন্য এটা একেবারে পারফেক্ট সময় স্টক করে নেওয়ার।

হোম, কিচেন ও আউটডোর প্রোডাক্ট

Sleepwell-এর কিং সাইজ ম্যাট্রেস সেলে বিক্রি হবে মাত্র ৯,৯৯৯ টাকায়। Atomberg-এর স্মার্ট ইন্টেলন ওয়াটার পিউরিফায়ার কেনা যাবে ১৬,৯৯৯ টাকায়। MAXPRO ফোল্ডেবল ট্রেডমিলও বাড়ি নিয়ে যাওয়া যাবে ২৪,৯৯৯ টাকায়। এমনকি যারা বাইক খুঁজছেন, তাদের জন্য KTM 250 Duke মিলবে ২,১৩,৫৩১ টাকা থেকে।

অ্যামাজনে শপিংয়ের সঙ্গী AI সহকারী Rufus

প্রাইম ডে সেল উপলক্ষে Amazon নিয়ে এসেছে AI-চালিত শপিং অ্যাসিস্ট্যান্ট ‘Rufus’, যেটা আপনাকে দেবে স্মার্ট সাজেশন, প্রোডাক্ট কম্পারিজন, আর পুরো শপিং এক্সপেরিয়েন্স কে করে তুলবে অনেক সহজ।