তরুণ প্রজন্মের মনে ঝড় তুলতে আসছে KTM এর প্রথম 160 সিসি বাইক! দাম কেমন হবে

KTM 125 Duke এবং RC 125 -এর বিক্রি ভারতে যে বন্ধ হয়ে যাচ্ছে, সম্প্রতি সেই খবর আপনার বিভিন্ন প্রতিবেদনে পড়ে থাকবেন। কিন্তু তাতে মন খারাপ করার কারণ নেই। কারণ KTM এই দুটি বাইকের পরিবর্তে ভারতীয় ক্রেতাদের জন্য বিশেষভাবে তৈরি ১৬০ সিসির মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। অটোকার ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ১৬০ সিসি সেগমেন্টে প্রতি মাসে Yamaha R15 V4 ও MT-15 মডেল দুটি মিলিয়ে ২০,০০০ ইউনিট বিক্রি হচ্ছে। আর এখানেই সুযোগ দেখছে কেটিএম।
KTM 160 Duke ও RC 160 ভারতে আসছে
নতুন কেটিএম ১৬০ ডিউক ও আরসি ১৬০ কোম্পানির বর্তমান ২০০ মডেলগুলির প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ২০০ ডিউকের ডিজাইন দেখা যাবে আসন্ন ১৬০ ডিউকে। একইভাবে, আরসি ২০০-এর স্টাইল থাকবে আরসি ১৬০ মডেলে। সাসপেনশনের জন্য, ৪৩ মিমি ইউএসডি ফর্ক এবং মনোশক রিয়ার সাসপেনশন সহ ট্রেলিস ফ্রেম চ্যাসিস ব্যবহার করা হবে। কেটিএম-এর অন্য ২০০ সিসির মডেলগুলির মতো ডুয়াল চ্যানেল এবিএস ও এলসিডি ডিসপ্লে দেখা যাবে বলে আশা করা যায়।
KTM 160 Duke ও RC 160 ইঞ্জিন স্পেসিফিকেশন
কেটিএম নতুন ১৬০ সিসি ইঞ্জিন ২০০ ডিউকের উপর ভিত্তি তৈরি হবে। আশা করা যায় যে, এটি থেকে ১৯-২০ হর্সপাওয়ার পাওয়া যাবে। উল্লেখ্য, বর্তমান ১২৫ ডিউক থেকে কেবল ১৪.৫ বিএইচপি আউটপুট পাওয়া যায়। অন্যদিকে, ইয়ামাহার ১৬০ সিসি মডেলগুলির ইঞ্জিন থেকে প্রায় ১৮.৪ হর্সপাওয়ার শক্তি তৈরি হয়। ফলে প্রতিযোগিতায় বাড়তি সুবিধা পেতে পারে কেটিএম।
KTM 160 Duke ও RC 160 লঞ্চ ও দাম (সম্ভাব্য)
কেটিএম বাইক দুটি চলতি বছরের মাঝামাঝি সময়ে বা ফেস্টিভ সিজনের আগে লঞ্চ করতে পারে। বর্তমানে, R15 V4-এর দাম ভারতে ১.৮৩ লক্ষ থেকে শুরু। যেখানে MT-15 কিনতে ১.৬৯ লক্ষ টাকা খরচ হয়। অন্যদিকে KTM 125 Duke ও RC 125-এর সর্বশেষ দাম যথাক্রমে ১.৮১ লক্ষ ও ১.৯২ লক্ষ। ফলে নতুন ১৬০ সিসির মডেলগুলির দাম অন্তত ২ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।