সম্প্রতি M4 চিপ-সহ MacBook Air ল্যাপটপের আপডেটেড ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে Apple। নতুন ম্যাকবুক এয়ার ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি এই দুই বিকল্পে উপলব্ধ। ভারতে এর দাম শুরু ৯৯,৯০০ টাকা থেকে। তবে, নতুন ল্যাপটপ আসা মাত্রই পুরানো ল্যাপটপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল অ্যাপল। অফিশিয়াল ওয়েবসাইট থেকে দুটি ল্যাপটপ সরিয়ে দিয়েছে অ্যাপল, যেগুলি হল – MacBook Air M2 এবং MacBook Air M3।
যদিও, এখনও বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট এবং অফলাইন খুচরো বিক্রেতাদের মাধ্যমে MacBook Air M2 এবং MacBook Air M3 কিনতে পাওয়া যাচ্ছে। যদি আপনি MacBook Air এর M2 এবং M3 মডেলের ব্যবহারকারী হন, তাহলে চিন্তার করার কিছু নেই বলে জানিয়েছে অ্যাপল।
ব্যবহারকারীরা এর পরও পুরানো MacBook মডেলে সফ্টওয়্যার এবং নিরাপত্তা আপগ্রেড পাবেন।
যারা একটি নতুন ম্যাকবুক কিনতে চান এবং ভাবছেন যে MacBook Air M3 বনাম MacBook Air M4 এর মধ্যে কোনটা সঠিক হবে, তাদের বলি যে লেটেস্ট M4 চিপ-সহ নতুন MacBook Air গত বছর লঞ্চ হওয়া MacBook Air M3 মডেলের তুলনায় ১৫,০০০ টাকা সস্তা। MacBook Air M4 এর দাম ১৩ ইঞ্চি মডেলের ৯৯,৯০০ টাকা এবং ১৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের ১,২৪,৯০০ টাকা।
অন্যদিকে, MacBook Air M3 এর দাম ১৩ ইঞ্চি মডেলের ১,১৪,৯০০ টাকা এবং ১৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের ১,৩৪,৯০০ টাকা। এছাড়াও, অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে, Axis Bank, ICICI Bank এবং American Express ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে নতুন MacBook Air M4 ডিভাইসে ১০,০০০ টাকার ব্যাংক কার্ড ডিসকাউন্ট পাওয়া যাবে, অর্থাৎ ৮৯,৯০০ টাকায় কেনা যাবে এই ল্যাপটপ।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.