Apple শীঘ্রই ফোল্ডেবল আইফোন ও আইপ্যাড বাজারে আনতে চলেছে। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে Apple Foldable ডিভাইসগুলির ব্যাপক উৎপাদন শুরু হতে পারে। আগামী মাসে উভয় ফোল্ডেবল ডিভাইসের একটি প্রোটোটাইপ সামনে আনা হতে পারে। প্রোটোটাইপগুলিরর পরীক্ষা শেষ হওয়ার পর সেগুলি বড় পরিসরে উৎপাদনের জন্য প্ল্যান্টে পাঠাবে মার্কিন প্রযুক্তি সংস্থাটি।
বর্তমানে বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য রয়েছে স্যামসাংয়ের। গ্লোবাল মার্কেটে মোট ফোল্ডেবল স্মার্টফোন বিক্রির অর্ধেকের বেশি দক্ষিণ কোরিয়ার দখলে। এদিকে, চীনা কোম্পানি Huawei, Oppo, Xiaomi এবং Motorola-ও সাম্প্রতিক দিনগুলিতে তাদের ফোল্ডেবল ফোনের পোর্টফোলিও শক্তিশালী করেছে। এছাড়া ইনফিনিক্স ও টেকনোর মতো ব্র্যান্ডগুলি সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছে।
ম্যাকরিউমার্সের এক রিপোর্টে বলা হয়েছে, আগামী বছরের দ্বিতীয়ার্ধে অ্যাপলের ফোল্ডেবল আইফোন ও ফোল্ডেবল আইপ্যাডের উৎপাদন শুরু হতে চলেছে। অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক জেফ পু দাবি করেছেন যে, অ্যাপল প্রাথমিকভাবে দুটি ফোল্ডেবল ডিভাইসের উৎপাদন শুরু করবে, যার মধ্যে একটি আইফোন এবং একটি আইপ্যাড হতে পারে।
পু এর মতে, অ্যাপলের ফোল্ডেবল ডিভাইসগুলি আগামী মাসে, এপ্রিলে প্রোটোটাইপ পর্যায়ে পৌঁছাবে। এরপর অ্যাপলের ফোল্ডেবল স্মার্টফোনের একটি বাস্তব মডেল তৈরি হবে। রিপোর্ট অনুযায়ী, অ্যাপল ২০২৭ সালের প্রথম দিকে ফোল্ডেবল ডিভাইসগুলি লঞ্চ করতে পারে। ফোল্ডেবল আইফোনে ৭.৮ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে থাকতে পারে, অন্যদিকে এর কভার ডিসপ্লের সাইজ হতে পারে ৫.৫ ইঞ্চি। এটি গ্যালাক্সি জেড ফোল্ডের অনুরূপ বই-স্টাইল ডিজাইন সহ বাজারে আসবে। সাইড-মাউন্টেড টাচ আইডি এবং ফেস আনলকের মতো ফিচার এতে দেওয়া হতে পারে। এদিকে, ফোল্ডেবল আইপ্যাডে বড় ১৮.৮ ইঞ্চি ওএলইডি স্ক্রিন থাকতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.