মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির নিশানায় এবার ভারত। কানাডা, মেক্সিকো, চীনের পর একাধিক দেশের জন্য বিশেষ শুল্ক নীতি আরোপ করতে চলেছে আমেরিকা, যে তালিকায় রয়েছে ভারতও। ২ এপ্রিল কার্যকর হবে নয়া আমদানি শুল্ক। যার জেরে দামি হতে পারে Apple iPhone এবং MacBook এর মতো স্মার্টফোন এবং ল্যাপটপ।
কিছুদিন আগে, মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন যে ভারত সহ বেশ কয়েকটি দেশের দ্বারা আরোপিত শুল্ক “অন্যায়”। বিশেষ করে আমেরিকা থেকে গাড়ি আমদানির উপর ভারতের “১০০ শতাংশেরও বেশি” শুল্ক আরোপের বিষয়টি তুলে ধরেন তিনি। ক্ষুব্ধ ট্রাম্প জানান, “২ এপ্রিল থেকে, পারস্পরিক শুল্ক আরোপ শুরু হবে। তারা আমাদের উপর যে কর আরোপ করুক না কেন, আমরা তাদের উপর সেই কর আরোপ করব।”
ভারত-সহ একাধিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যগুলির উপর যে শুল্ক সংগ্রহ করে, এবার ট্রাম্প প্রশাসন একই শুল্ক আরোপ করতে চলেছে সেই দেশগুলির পণ্যের উপর। যার একটি বড় প্রভাব পড়তে পারে ইলেকট্রনিক্স বাজারে। যদিও মার্কিন কংগ্রেসে ট্রাম্পের ভাষণে ইলেকট্রনিক পণ্যের কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
এক রিপোর্ট অনুযায়ী, নতুন শুল্ক নীতি, ভোক্তা ইলেকট্রনিক্স-সহ বিভিন্ন পণ্যের উপর প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক কালে ভারত, অ্যাপলের মতো বড় ব্র্যান্ডগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে, যা গত কয়েক বছরগুলিতে আইফোন এবং অন্যান্য ডিভাইসের স্থানীয় উৎপাদন ক্রমাগত বৃদ্ধি করে চলেছে।
তবে, নতুন মার্কিন শুল্কের কারণে, ভারত থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্যের উপর কর সম্ভবত বৃদ্ধি পেতে পারে, যা দেশের উৎপাদন ইকোসিস্টেমের উপর নির্ভরশীল কোম্পানিগুলির সামগ্রিক খরচ বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন অনেকেই।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.