Apple ভারতীয় বাজারে তাদের নতুন ১৪ ইঞ্চির Macbook Pro মডেলটির ওপর থেকে পর্দা সরিয়েছে। এই ল্যাপটপটি তাদের নতুন ইন-হাউস M5 চিপসেট দ্বারা চালিত। মার্কিন টেক ব্র্যান্ডটি জানিয়েছে যে লেটেস্ট Macbook Pro মডেলটি আগের M4 চালিত Macbook Pro এর তুলনায় ৩.৫ গুণ এবং ১.৬ গুণ ভালো এআই (AI) এবং গ্রাফিক্স পারফরম্যান্স অফার করবে, সেই সাথে এতে দ্রুত এসএসডি পারফরম্যান্সও মিলবে। নতুন ল্যাপটপগুলি একবার চার্জে ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। এছাড়াও, Apple Macbook Pro (2025) মডেলে রয়েছে ন্যানো-টেক্সচার ফিনিশের সাথে ১৪.২ ইঞ্চি লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ১২-মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা, টাচ আইডি এবং ম্যাগসেফ ৩ পোর্ট।
এম৫ চিপ সহ নতুন Macbook Pro এর ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ সহ বেস মডেলের দাম রাখা হয়েছে ১,৬৯,৯০০ টাকা। এছাড়াও, ল্যাপটপটিকে ১৬ জিবি+১টিবি এবং ২৪ জিবি+১টিবি কনফিগারেশনেও কেনা যাবে, এগুলির দাম যথাক্রমে ১,৮৯,৯০০ এবং ২,০৯,৯০০ টাকা। এই মুহূর্তে, Macbook Pro (2025) সিলভার এবং স্পেস ব্ল্যাক কালারে প্রি-অর্ডার করার জন্য উপলব্ধ এবং আগামী ২২ অক্টোবর থেকে এর বিক্রি শুরু হবে। ভারতের ছাত্র-ছাত্রীদের জন্য অ্যাপলের এডুকেশন স্টোরের মাধ্যমে ১০,০০০ টাকা ছাড় রয়েছে।
অ্যাপলের এবছরের Macbook Pro মডেলে তাদের নতুন M5 চিপ রয়েছে, যা ১০ কোর সিপিইউ এবং একটি ১০ কোর জিপিইউ নিয়ে গঠিত। এর সাথে ৩২ জিবি পর্যন্ত ইউনিফাইড মেমোরি এবং ৪ টিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ যুক্ত রয়েছে। কোম্পানি ইউজারদের তাদের অনলাইন স্টোরের মাধ্যমে এই অতিরিক্ত ভ্যারিয়েন্টগুলি কনফিগার করতে দেয়। ল্যাপটপটিতে এআই-নির্ভর কাজের জন্য ১৬-কোরের নিউরাল ইঞ্জিনও রয়েছে। অ্যাপল এও জানিয়েছে যে নতুন Macbook Pro-এর এসএসডি স্টোরেজ তার পূর্বসূরি মডেলের তুলনায় দ্বিগুণ দ্রুত।
Apple Macbook Pro (2025) ডিভাইসে আগের মডেলের মতোই ১৪.২ ইঞ্চির (৩,০২৪×১,৯৬৪ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এটি ১২০ হার্টজ পর্যন্ত প্রোমোশন রিফ্রেশ রেট, ট্রু টোন, ২৫৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১,০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সহ একটি লিকুইড রেটিনা প্রো এক্সডিআর প্যানেল। গ্রাহকরা ন্যানো-টেক্সচার ফিনিশ সহ একটি বিকল্প ডিসপ্লে অপশনও পেয়ে যাবেন।
কানেক্টিভিটির জন্য, Macbook Pro (2025) মডেলে রয়েছে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, তিনটি থান্ডারবোল্ট ৫ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি ম্যাগসেফ ৩ চার্জিং পোর্ট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি এসডিএক্সসি কার্ড স্লট। ল্যাপটপটিতে ১২ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা, ডলবি অ্যাটমস সহ একটি ছয়-স্পিকারের সেটআপ এবং নিরাপত্তার জন্য একটি টাচ আইডি সেন্সর মিলবে। Macbook Pro ম্যাকওএস ২৬ অপারেটিং সিস্টেমে চলে এবং অ্যাপল ইন্টেলিজেন্স ফিচরগুলি অফার করে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Macbook Pro (2025) ল্যাপটপে ৭২.৪ ওয়াট ব্যাটারি ব্যবহার করেছে অ্যাপল, যা একবার চার্জে ২৪ ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং অফার করে। এতে ৭০ ওয়াট ইউএসবি টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে, তবে ক্রেতারা এর সাথে ৯৬ ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টারও নিতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.