স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবার আইফোনেই যোগ হতে চলেছে নয়া পরিষেবা, যা হেলথ কোচ (Health Coach) নামে পরিচয় করাতে চলেছে Apple। ইতিমধ্যে, আইফোনে একটি উন্নত হেলথ অ্যাপ রয়েছে। তবে আসন্ন অ্যাপে ফিচার আরও উন্নত এবং এআই নির্ভর হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত আইফোনের মধ্যে যে ইকোসিস্টেম গড়ে তুলেছে তাকে অন্য মাত্রা দিতে উদ্যোগী মার্কিন সংস্থাটি। অ্যাপলের কথায়, এটি একরকম এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে।
ব্লুমবার্গের খবর অনুযায়ী, সংস্থাটি ইতিমধ্যেই মালবেরি কোডনামে স্বাস্থ্য প্রকল্পে কাজ করছে এবং বিদ্যমান হেলথ অ্যাপটিকে নতুন করে সাজানো ও স্বাস্থ্য কোচ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে। এই অ্যাপের সুবিধা পাওয়া যাবে আসন্ন আইওএস ১৯ আপডেট আসার পর, যা শীঘ্রই প্রকাশ করতে পারে সংস্থা। আইফোন ১৭ সিরিজের সমস্ত মডেলে এই হেলথ কোচ পাওয়া যাবে এমনটা আশা করা হচ্ছে।
জানা গিয়েছে, Apple Watch, iPhone এবং অন্যান্য ডিভাইসের ডেটার উপর নির্ভর করবে এটি। এআই মডেলটি প্রশিক্ষণের জন্য মেশিন লার্নিং ব্যবহার করা হবে যা ব্যক্তির চাহিদা এবং স্বাস্থ্যের ধরণ অনুসারে কাস্টমাইজ করা যেতে পারে। কোম্পানিটি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাধ্যমে ভিডিয়ো সামগ্রী এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানানোর পরিকল্পনাও করেছে, যা স্বাস্থ্য এআই ইকোসিস্টেমের অংশ হতে পারে।
তবে ভাববার বিষয় হল, এআই এর উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে এর আগে দেখা যায়নি অ্যাপলকে। তাই এই প্রযুক্তির বিকাশে কোম্পানির অবস্থান এখনও অস্পষ্ট। যদিও নানা রিপোর্ট ও সংবাদমাধ্যমে অ্যাপলের এআই নিয়ে একাধিক বিকাশ ও পরিকল্পনার খবর শোনা যায়। এখন, ব্যবহারকারীদের দিক থেকে এটাই আশা করা হচ্ছে যে, হেলথ কোচের ফলে তাদের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা যেমন বাড়বে, তেমনই জরুরি পরিস্থিতিতে পদক্ষেপ নিতেও সুবিধা হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.