অঙ্কিতা মন্ডল, কলকাতা: Apple WWDC 2025: অ্যাপল প্রোডাক্ট প্রেমীদের জন্য বড় খবর। আমেরিকার সংস্থাটি ২০২৫ সালের পরবর্তী ইভেন্টের ঘোষণা করেছে। অ্যাপল জানিয়েছে এই ইভেন্টটি ৯ জুন শুরু হবে এবং ১৩ জুন পর্যন্ত চলবে। যদিও এই ইভেন্টে কোন কোন প্রোডাক্ট লঞ্চ করা হবে তা সংস্থার তরফে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে যে, এই ইভেন্টে কোম্পানিটি iOS 19, নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার এবং নতুন সফটওয়্যার আপডেটের টাইমলাইনের বিষয়ে জানাতে পারে। এছাড়াও ইভেন্টে Apple, iPhone 17 Air এর ঝলক শেয়ার করতে পারে।
ইভেন্টের বিষয়ে অ্যাপল বলেছে, “সব ডেভেলপারদের জন্য উন্মুক্ত WWDC 2025 ইভেন্টে অ্যাপল সফ্টওয়্যারের নতুন আপগ্রেডগুলিকে সামনে আনা হবে। ডেভেলপারদের জন্য অ্যাপলের নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতির অংশ হিসেবে, ইভেন্টে ডেভেলপাররা অ্যাপলের বিশেষজ্ঞদের সাথে কথা বলতে পারবে।”
অ্যাপল আরও নিশ্চিত করেছে যে আগ্রহী ব্যবহারকারী এবং ডেভেলপাররা অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল ডেভেলপার ওয়েবসাইট এবং অ্যাপল ডেভেলপার ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুরো সপ্তাহব্যাপী WWDC 2025 ইভেন্ট দেখতে পারবেন।
iOS 19 নিয়ে বেশ কিছু মাস ধরেই বিভিন্ন তথ্য সামনে আসছে। আশা করা যায় এই ইভেন্টে নতুন সফটওয়্যার ভার্সনের উপর থেকে পর্দা সরানো হবে। এতে নতুন ইন্টারফেস থাকবে। আপডেটের মাধ্যমে কাস্টমাইজেশন অপশন বাড়ানোর আশা করা হচ্ছে।
গতবছর অর্থাৎ ২০২৪ সালে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার চালু করা হয়েছিল। এবার এতে আরও একাধিক ফিচার যুক্ত করা হবে। যদিও বেশিরভাগ ডিভাইসে এখনও অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার এসে পৌঁছায়নি। তাই ইভেন্টে এই বিষয়ে কি জানানো হয় সেটাই দেখার।
এছাড়া অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে ম্যাকওএস ১৬ সফটওয়্যার লঞ্চ করা হতে পারে। আর আসন্ন আইফোন ১৭ সিরিজে নতুন সংযোজন – আইফোন ১৭ এয়ার সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.