Asus Zenfone 12 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ববাজারে লঞ্চ হল। আসুসের সবচেয়ে শক্তিশালী জেনফোন মডেল এটি। ফোনটিতে বিশাল ডিসপ্লে সহ বড় ব্যাটারি এবং Qualcomm-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে। Asus Zenfone 12 Ultra শুধুমাত্র গেমিং বা মাল্টিটাস্কিং-এর উপর ফোকাস করে না, পাশাপাশি ক্যামেরার উপরও বিশেষ নজর দিয়েছে। চলুন আসুসের নতুন প্রিমিয়াম স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।
আসুস জেনফোন ১২ আল্ট্রা ৬.৭৮ ইঞ্চি ফুলএইচডি+ স্যামসাং ই৬ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লের সঙ্গে এসেছে যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সুরক্ষার জন্য স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস টু ভিক্টাস লেয়ারিং রয়েছে। ডিসপ্লেটি ২৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সমর্থন করে। পাওয়ারের জন্য, ডিভাইসের ভিতরে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর রয়েছে, যা ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে যুক্ত।
জেনফোন ১২ আল্ট্রার পিছনে ট্রিপল ক্যামেরা রয়েছে। যার মধ্যে গিম্বাল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল সনি লিটিয়া ৭০০ সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
আসুসের এই ফোন ৫৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে যা ৬৫ ওয়াট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা দেয়। ডিভাইসে প্রচুর AI ফিচার্সও বর্তমান, যার মধ্যে ক্যামেরা সম্পর্কিত AI বৈশিষ্ট্যগুলি হল AI অবজেক্ট সেন্স, AI হাইপারক্ল্যারিটি, AI পোর্ট্রেট ভিডিও। এছাড়াও, AI ট্রান্সক্রিপ্ট, AI কল ট্রান্সলেটর এবং AI ওয়ালপেপার অপশন থাকছে।
জেনফোন ১২ আল্ট্রার দাম শুরু হচ্ছে ২৯,৯৯০ নিউ তাইওয়ান ডলার থেকে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০,০০০ টাকা। ফোনটি সাকুরা হোয়াইট, সেজ গ্রীন, এবং ইবনি ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ভারতে কবে আসবে তা এখনও জানা যায়নি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.