জানুয়ারিতে একাধিক উৎসব থাকে। যার মধ্যে লোহরি এবং মকর সংক্রান্তি উল্লেখযোগ্য। এমতাবস্থায়, সকলের মনেই একটা বড় প্রশ্ন হল, এই দিনগুলিতে কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? বিশেষ করে 13 এবং 14 জানুয়ারি! লক্ষণীয় বিষয় যে, জানুয়ারিতে বিভিন্ন আঞ্চলিক এবং রাজ্য উৎসবের কারণেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাছাড়া, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও ব্যাংক বন্ধ থাকবে। সুতরাং, আরবিআই ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, 13 এবং 14 জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে কিনা জেনে নিন।
13 জানুয়ারি, লোহরি উদযাপন হলেও ব্যাঙ্ক খোলা থাকবে। তবে, 14 জানুয়ারি কিছু রাজ্যে মকর সংক্রান্তির জন্য ব্যাঙ্কে ছুটি থাকবে। বিশেষ করে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি এবং আরও অনেক জায়গায় মকর সংক্রান্তির পাশাপাশি হযরত আলীর জন্মদিনের কারণে ব্যাংক বন্ধ থাকবে।
2025 জানুয়ারিতে ব্যাঙ্ক হলিডে
1 জানুয়ারি – নববর্ষের দিন/লোসং/নামসুং: আইজল, চেন্নাই, গ্যাংটক, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
2 জানুয়ারি – লোসং/নামসুং/নববর্ষ উদযাপন: আইজল এবং গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
5 জানুয়ারি – রবিবার: সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6 জানুয়ারি – শ্রী গুরু গোবিন্দ সিংহের জন্মদিন: চণ্ডীগড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
11 জানুয়ারি – মিশনারি দিবস/ইমোইনু ইরাতাপা/দ্বিতীয় শনিবার: ইম্ফল এবং আইজল ছাড়া সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
12 জানুয়ারি – রবিবার: ব্যাঙ্কগুলি সারা দেশে বন্ধ থাকবে।
14 জানুয়ারি – মকর সংক্রান্তি / উত্তরায়ণ পুণ্যকাল / পোঙ্গল / মাঘ সংক্রান্তি / মাঘ বিহু / হযরত আলীর জন্মদিন: আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ (অন্ধ্র প্রদেশ), হায়দ্রাবাদ (তেলেঙ্গানা), ইটানগর, কানপুর এবং লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
15 জানুয়ারি – তিরুবল্লুবর দিবস: চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
16 জানুয়রি – উজাহর তিরুনাল: চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
19 জানুয়ারি – রবিবার: দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধ থাকবে।
23 জানুয়ারি – নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন/বীর সুরেন্দ্রসাই জয়ন্তী: আগরতলা, ভুবনেশ্বর এবং কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
25 জানুয়ারি – চতুর্থ শনিবার: দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
26 জানুয়ারি – রবিবার, প্রজাতন্ত্র দিবস: দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধ থাকবে।