প্রতি বছর ১৪ই এপ্রিল সারা দেশে আম্বেদকর জয়ন্তী উদযাপিত হয়। ভারতের সংবিধানের প্রধান স্থপতি, সমাজ সংস্কারক এবং দলিত আন্দোলনের পথপ্রদর্শক ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের অসামান্য অবদানকে সম্মান জানাতে সরকারিভাবে এদিন জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
এই কারণে আজ বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও অন্যান্য রাজ্যে ১৪ই এপ্রিল সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আজকের দিনে গোটা দেশে, বিশেষ করে মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে বিশাল বিশাল শোভাযাত্রা, জনসমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবা মূলক কাজের মাধ্যমে ডঃ আম্বেদকরের আদর্শ ও কর্মজীবনকে স্মরণ করা হয়।
এপ্রিল মাসে আম্বেদকর জয়ন্তী ছাড়াও রাজ্য ভিত্তিক বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ১৫-১৬ এপ্রিল (বোহাগ বিহু), ১৮ এপ্রিল (গুড ফ্রাইডে), ২৯ এপ্রিল (পরশুরাম জয়ন্তী), এবং ৩০ এপ্রিল (বাসভা জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া)। তাই আপনার যদি ব্যাঙ্কে কাজ থাকে তাহলে ছুটির দিনগুলির আগে বা পরে ব্র্যাঞ্চে যোগাযোগ করবেন। মনে রাখবেন ব্যাঙ্ক বন্ধ থাকলেও, এটিএম, নেট ব্যাঙ্কিং ও ইউপিআই পরিষেবা সচল থাকবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.