লঞ্চ হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি, ফুল চার্জে চলবে 50 বছর

ব্যাটারি প্রযুক্তিতে গত কয়েক দশকে ব্যাপক উন্নতি দেখা গেছে। বর্তমানে আমরা এমন পাওয়ার ব্যাংক দেখতে পাই যেখানে সোডিয়াম-আয়ন সেল ব্যবহার করা হয়েছে। আর আধুনিক ব্যাটারিগুলি এখন আগের ব্যাটারির থেকে দীর্ঘ সময় ধরে ব্যাকআপ দেয়। তবে আমরা যদি এমন কোনো ব্যাটারির কথা বলি যা একবার চার্জ দিলে কয়েক দশক ধরে চলে, তাহলে কি বিশ্বাস করবেন? বিশ্বাস না করলেও, বাস্তবেই এমন ব্যাটারি চলে এসেছে।

পপুলার মেকানিক্সের রিপোর্ট অনুসারে, চীনা ব্যাটারি কোম্পানি Betavolt সম্প্রতি একটি কয়েনের আকারের নিউক্লিয়ার ব্যাটারির উপর থেকে পর্দা সরিয়েছে, যার নাম BV100। এই ব্যাটারিতে রেডিওঅ্যাকটিভ উপাদান Nickel-63 উপস্থিত এবং এই ব্যাটারি ফুল চার্জে 50 বছর পর্যন্ত ব্যাকআপ দেবে।

Betavolt-এর নিউক্লিয়ার ব্যাটারি কিভাবে কাজ করে?

BV100 ব্যাটারির পাওয়ার উৎপাদন ক্ষমতা 100 মাইক্রোওয়াট এবং এটি 3 ভোল্টে কাজ করে। কোম্পানির দাবি, তারা এই বছরের শেষে 1 ওয়াট ক্ষমতার ব্যাটারিও লঞ্চ করবে, যা কনজিউমার ইলেকট্রনিক্স এবং ড্রোনে ব্যবহার করা যাবে।

এই ব্যাটারি রেডিওঅ্যাকটিভ এমিটার, সেমিকন্ডাক্টর অ্যাবজর্বার নিয়ে গঠিত। রেডিওঅ্যাকটিভ এমিটার ধীরে ধীরে ক্ষয় হয়ে উচ্চ গতিতে ইলেকট্রন ছাড়ে, যা সেমিকন্ডাক্টর অ্যাবজর্বারের সাথে সংঘর্ষ ঘটায়। এর ফলে “ইলেকট্রন-হোল” জোড় তৈরি হয়, যা হালকা মাত্রায় বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে।

এই কারণে এর পাওয়ার স্মার্টফোন বা ক্যামেরার মতো ডিভাইস চার্জ করতে যথেষ্ট নয়। BV100 শুধুমাত্র ল্যাবরেটরিতে ব্যবহার করা যাবে। তবে Betavolt দাবি করেছে যে, ধীরে ধীরে এর ব্যবহার মেডিকেল ডিভাইস, মহাকাশযান, গভীর সমুদ্রের সেন্সর, পেসমেকার এবং প্ল্যানেটারি রোভারসের মতো কম-পাওয়ারের ডিভাইসে দেখা যাবে।