মুখ্য সংবাদ

10 মিনিটের মধ্যে বাড়িতে ক্যাশ পৌঁছে দেবে Blinkit? এটিএম এর মতো পরিষেবা আনছে কোম্পানি?

Updated on:

Blinkit may delivery cash to home-pune-entrepreneur-wants-company has started delivery laptop printer in 10 minutes

নানা পরিষেবা কম সময়ে দোরগোড়ায় হাজির করছে ব্লিঙ্কিট। তাহলে এটিএম-এর মতো টাকা তোলার সুবিধা কেন বাদ যাবে! এদিন সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করলেন পুনের উদ্যোক্তা এবং কন্টেন্ট ক্রিয়েটর হর্ষ পাঞ্জাবি। তার মতে, ব্যবহারকারী ইউপিআইয়ের মাধ্যমে অর্থ প্রদান করবে এবং 10 মিনিটে সেই টাকা দোরগোড়ায় দিয়ে যাবে সংস্থাটি। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট শেয়ার করে ব্লিঙ্কিটের সিইও আলবিন্দর ধীন্দসাকে ট্যাগ করেছেন তিনি।

অল্প সময়ে টাকার দরকার পড়ে অনেকেরই। কিন্তু, এটিএম-এ যেতে অনিচ্ছুক ব্যক্তিদের বাড়ির দোরগোড়ায় টাকা দিয়ে যাক ব্লিঙ্কিট, এমনটাই চান হর্ষ। তার এই পোস্ট ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 2 লক্ষের বেশি ভিউ হয়েছে। নেটিজেনদের মধ্যে অনেকেই ব্যাপারটা হাস্যকর বলে মনে করেছেন। কেউ কমেন্ট করেছেন, আইনি বাধা দৈনিক লেনদেনের সীমা এবং ব্যাঙ্কিং লাইসেন্সের অভাবের এই আইডিয়া বাস্তবায়িত হবে না।

WhatsApp Community Join Now

আবার কারও মতামত, ইতিমধ্যে এই সৃজনশীল পদ্ধতি চালু রয়েছে। অনেকে দোকানে জিনিসের যে দাম তার থেকে বেশি দাম দিয়ে বাকি অর্থ ফেরত নেন। এতে সেই জিনিসটাও কেনা হয় এবং নগদ টাকার দরকারও মিটে যায়।

10 মিনিটে ল্যাপটপ ও প্রিন্টার

সম্প্রতি ব্লিঙ্কিট ঘোষণা করেছে যে, মাত্র 10 মিনিটে ল্যাপটপ, প্রিন্টার ও মনিটর পৌঁছে দেবে তারা। এদিন এক্স হ্যান্ডেলে এই পরিষেবার ঘোষণা করেছেন সংস্থার সিইও আলবিন্দর ধীন্দসা। ইলেক্ট্রনিক্স বাজারে দ্রুত পণ্য ডেলিভারির ক্ষেত্রে চমক দিতে এই সুবিধা আনা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে দিল্লি, এনসিআর, পুনে, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা এবং লখনউ শহরে এই পরিষেবা পাওয়া যাবে। ধীরে ধীরে অন্যান্য শহরেও এই সুবিধা পাবেন ক্রেতারা বলে জানিয়েছে ব্লিঙ্কিট। ল্যাপটপের ক্ষেত্রে HP, মনিটরের ক্ষেত্রে Lenovo, Zebronics, MSI, প্রিন্টারের ক্ষেত্রে HP এবং Canon এর প্রোডাক্ট অর্ডার করার 10 মিনিটের মধ্যে পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন