নানা পরিষেবা কম সময়ে দোরগোড়ায় হাজির করছে ব্লিঙ্কিট। তাহলে এটিএম-এর মতো টাকা তোলার সুবিধা কেন বাদ যাবে! এদিন সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করলেন পুনের উদ্যোক্তা এবং কন্টেন্ট ক্রিয়েটর হর্ষ পাঞ্জাবি। তার মতে, ব্যবহারকারী ইউপিআইয়ের মাধ্যমে অর্থ প্রদান করবে এবং 10 মিনিটে সেই টাকা দোরগোড়ায় দিয়ে যাবে সংস্থাটি। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট শেয়ার করে ব্লিঙ্কিটের সিইও আলবিন্দর ধীন্দসাকে ট্যাগ করেছেন তিনি।
অল্প সময়ে টাকার দরকার পড়ে অনেকেরই। কিন্তু, এটিএম-এ যেতে অনিচ্ছুক ব্যক্তিদের বাড়ির দোরগোড়ায় টাকা দিয়ে যাক ব্লিঙ্কিট, এমনটাই চান হর্ষ। তার এই পোস্ট ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 2 লক্ষের বেশি ভিউ হয়েছে। নেটিজেনদের মধ্যে অনেকেই ব্যাপারটা হাস্যকর বলে মনে করেছেন। কেউ কমেন্ট করেছেন, আইনি বাধা দৈনিক লেনদেনের সীমা এবং ব্যাঙ্কিং লাইসেন্সের অভাবের এই আইডিয়া বাস্তবায়িত হবে না।
আবার কারও মতামত, ইতিমধ্যে এই সৃজনশীল পদ্ধতি চালু রয়েছে। অনেকে দোকানে জিনিসের যে দাম তার থেকে বেশি দাম দিয়ে বাকি অর্থ ফেরত নেন। এতে সেই জিনিসটাও কেনা হয় এবং নগদ টাকার দরকারও মিটে যায়।
সম্প্রতি ব্লিঙ্কিট ঘোষণা করেছে যে, মাত্র 10 মিনিটে ল্যাপটপ, প্রিন্টার ও মনিটর পৌঁছে দেবে তারা। এদিন এক্স হ্যান্ডেলে এই পরিষেবার ঘোষণা করেছেন সংস্থার সিইও আলবিন্দর ধীন্দসা। ইলেক্ট্রনিক্স বাজারে দ্রুত পণ্য ডেলিভারির ক্ষেত্রে চমক দিতে এই সুবিধা আনা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে দিল্লি, এনসিআর, পুনে, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা এবং লখনউ শহরে এই পরিষেবা পাওয়া যাবে। ধীরে ধীরে অন্যান্য শহরেও এই সুবিধা পাবেন ক্রেতারা বলে জানিয়েছে ব্লিঙ্কিট। ল্যাপটপের ক্ষেত্রে HP, মনিটরের ক্ষেত্রে Lenovo, Zebronics, MSI, প্রিন্টারের ক্ষেত্রে HP এবং Canon এর প্রোডাক্ট অর্ডার করার 10 মিনিটের মধ্যে পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.