হুবহু আসলের মতো! AI দিয়ে তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড, চিন্তা বাড়াচ্ছে ChatGPT

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক টুলগুলি যতটা উপকারী, ততটাই ভয়ংকর। ইতিমধ্যেই AI টুল অপব্যবহারের একাধিক খবর সামনে এসেছে। এখন আবার জানা গেছে যে, OpenAI-এর জনপ্রিয় AI টুল ChatGPT এর সাহায্যে নকল আধার কার্ড তৈরি করা সম্ভব। নতুন GPT-4o মডেলে ছবি তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে। যারপর থেকে এখনও পর্যন্ত ৭০ কোটির বেশি ছবি তৈরি করেছেন ইউজাররা।
উল্লেখ্য, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড জারি করে, যেখানে নাগরিকদের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক সমস্ত তথ্য থাকে। এমত অবস্থায় সহজে নকল আধার কার্ড তৈরি হওয়া যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে। AI এর ইমেজ তৈরির টুল ব্যবহার করে অত্যন্ত কম সময়ে এবং সহজেই নকল আধার কার্ড তৈরি করা যাচ্ছে।
ইলন মাস্কের ভুয়ো আধার কার্ড বানানো হয়েছে
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্কের আধার কার্ড ভাইরাল হয়েছে। অনেক ইউজার পোস্টের কমেন্টে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছ। ইতিমধ্যেই বহু ইউজার সোশ্যাল মিডিয়ায় ChatGPT দ্বারা তৈরি ভুয়ো আধার কার্ডের ছবিগুলি শেয়ার করেছে। ইলন মাস্কের পাশাপাশি OpenAI এর সিইও, স্যাম অল্টম্যানের আধার কার্ডও সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া গেছে।
Ok, so ChatGPT can create Aadhaar images. Thats not the interesting thing. The interesting thing is where did it get the Aadhar photos data for training? pic.twitter.com/kb6lvuD04E
— nutanc (@nutanc) April 3, 2025
আর AI এর সহায়তায় তৈরি ভুয়ো আধার কার্ড এবং আসল আধার কার্ডের মধ্যে পার্থক্য খুঁজে বার করা খুব কঠিন। কারণ ভুয়ো আধার কার্ডে আসল আধার কার্ডের মতো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা এবং QR কোডের মতো সম্পূর্ণ তথ্য দেওয়া থাকছে। আর রঙের ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই।