যন্ত্রমেধার দৌড়ে আমেরিকার চোখে চোখ রেখে সবাইকে চমক দিল চীন। ওপেনএআই-এর তুলনায় কম খরচে ও আরও উন্নত এআই চ্যাটবট এনে কার্যত তাক লাগিয়ে দিয়েছে Deepseek এআই। টেকদুনিয়ায় যার চর্চায় মশগুল সবাই। শুধু তাই নয়, ডিপসিক ঝড়ে নাস্তানাবুদ আমেরিকার শেয়ার বাজারও। এই চ্যাটবট যারা স্মার্টফোনে বা ল্যাপটপে ইন্সটল করতে চাইছেন, তাদের জন্য ধাপে ধাপে পুরো পদ্ধতি আলোচনা করা হল প্রতিবেদনে।
Deepseek ইনস্টল করতে কী সিস্টেম লাগবে?
ডিপসিক এআই ইন্সটল করার জন্য লাগবে –
উইন্ডোজ ১০ বা তার পরবর্তী ভার্সন
ম্যাকওএস ১০.৫ বা তার পরবর্তী ভার্সন
লিনাক্স ১৮.০৪ বা তার পরবর্তী ভার্সন
হার্ডওয়্যার লাগবে –
মাল্টি কোর প্রসেসর (কোয়াড কোর বা আরও উন্নত সিপিইউ)
উচ্চ মানের জিপিইউ (এআই কাজের জন্য সিইউডিএ-সহ এনভিডিয়ার জিপিইউ)
কমপক্ষে ৮ জিবি র্যাম (১৬ জিবি বা তার বেশি হলে ভালো)
অন্তত ৫০ জিবি SSD স্টোরেজ
কীভাবে ডাউনলোড করবেন ডিপসিক এআই?
একাধিক মাপকাঠির মডেল রয়েছে (১.৫ বিলিয়ন থেকে ৭০ বিলিয়ন), খরচ পড়বে প্রতি মিলিয়ন টোকেনের জন্য ৬৮৪ টাকা। Ollama ব্যবহার করে উইন্ডোজে ডিপসিক ডাউনলোড করার জন্য –
প্রথমে Ollama ওয়েবসাইটে ভিজিট করুন।
তারপর তাদের ইন্সটলার ডাউনলোড করুন।
এবার কম্পিউটারে ইন্সটলার রান করুন।
মাথায় রাখবেন, যেন ৪ জিবি স্টোরেজ ফাঁকা থাকে।
ইন্সটল হওয়ার পর কমান্ড দিতে হবে – $env:OLLAMA_DEBUG=”1” & “ollama app.exe”
তারপর টার্মিনাল ওপেন করে টাইপ করুন “ollama run deepseek-r1:8b
এটি করলে এআই মডেল লঞ্চ হবে কম্পিউটারে এবং সেটি ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনে ব্যবহার করার জন্য অ্যাপ স্টোর থেকে ডিপসিক অ্যাপ ডাইনলোড করে সেখানে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে।