মুখ্য সংবাদ

টুইটারের পর এবার টিকটকের মালিক ইলন মাস্ক? প্রবল চাপে পড়ে বেচে দিতে পারে চীন

Published on:

china-us-tiktok-sale-elon-musk-report

টুইটারের পর এবার আরেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক (TikTok) কিনে নিতে পারেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। চীনা কোম্পানি বা টেসলা কর্তা উভয়ই এই বিষয়ে মুখ না খুললেও, আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গের তরফে এমনই দাবি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতেই মাস্কের হাতে টিকটক তুলে দিতে পারে চীন।

ইলন মাস্কের কাছে টিকটক বিক্রি করতে পারে চীন

মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স চীনের বাইটড্যান্সের কাছ থেকে টিকটক কিনে নিতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। বর্তমানে টিকটক আমেরিকার বাজারমূল্য ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলার। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিত্তবান ব্যক্তি হলেও মাস্ক এত বড় অঙ্কের লেনদেন কীভাবে করবেন তা অস্পষ্ট। সে ক্ষেত্রে তাকে নিজের সম্পত্তি বা শেয়ার বিক্রি করতে হবে।

WhatsApp Community Join Now

উল্লেখ্য, গত বছর নিজেদের দেশে টিকটক সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য আইন পাশ করেছিল আমেরিকা। তবে নিষেধাজ্ঞা এড়াতে মূল সংস্থা চীনের বাইটড্যান্স থেকে বেরিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকায় পরিষেবা চালিয়ে যেতে ১৯ জানুয়ারির আগেই টিকটকের নিয়ন্ত্ৰণ পুরোপুরি ছাড়তে হতে পারে বাইটড্যান্সকে।

পূর্বতন বাইডেন সরকারের অভিযোগ ছিল, টিকটক আমেরিকার নাগরিকদের গোপনীয় তথ্য চুরি করে চীনে পাঠাচ্ছে। যদিও চীন ও বাইটড্যান্স উভয়ের তরফে এই দাবি অস্বীকার করা হয়। এখন টিকটকের ভাগ্য আমেরিকার সুপ্রিম কোর্টের হাতে। টিকটকের এক আইনজীবীর যুক্তি, বিক্রি বাধ্যতামূলক করা প্রথম সংশোধনীর স্বাধীনতার অধিকারের লঙ্ঘন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন