Diwali With Xiaomi Sale: কম দামে বড় স্ক্রিনের স্মার্ট টিভি, দিওয়ালি সেলে লোভনীয় অফার দিচ্ছে শাওমি

আর কয়েক সপ্তাহ পরেই দীপাবলি। তার আগে শাওমি ইন্ডিয়া ইতিমধ্যেই ভারতে Diwali with Xiaomi Sale 2025 এর ঘোষণা করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই সেলে তাদের স্মার্ট টিভি সিরিজের সাথে ব্যাপক ছাড় দেওয়া হবে। সুতরাং ভারতীয় ক্রেতাদের কাছে এই সময়টিই নতুন টিভি ঘরে আনার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে। এবছরের Diwali With Xiaomi Diwali Sale আগামী ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। আসুন এই সেলের অফারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Diwali With Xiaomi 2025 Sale: টিভির ওপর থাকছে একাধিক অফার

দিওয়ালি উইথ শাওমি সেলে ক্রেতারা নির্বাচিত Xiaomi TV মডেলগুলিতে ৫,০০০ টাকা পর্যন্ত ফেস্টিভ ডিসকাউন্ট পাবেন। আর Xiaomi X Pro QLED টিভিতে ১০% পর্যন্ত এবং Xiaomi 4K X সিরিজে টিভিতে ৬% পর্যন্ত ডিসকাউন্ট সহ এক্সটেন্ডেড ওয়ারেন্টি অফার করা হবে।

Xiaomi X Pro QLED সিরিজের ফিচার

জানিয়ে রাখি, Xiaomi X Pro QLED টিভি ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজে বাজারে উপস্থিত। এতে মিলবে ৪কে আল্ট্রা এইচডি ক্ল্যারিটি, ডলবি ভিশন, এইচডিআর১০+ এবং ভিভিড পিকচার ইঞ্জিন ২। টিভিগুলি অডিও বক্স স্পিকার সহ এসেছে। এরমধ্যে ৪৩ ইঞ্চিতে ৩০ ওয়াট এবং ৫৫ ইঞ্চিতে ৩৪ ওয়াট অডিও আউটপুট পাওয়া যাবে। আর Xiaomi X Pro QLED প্যাচওয়াল+ সহ গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলে।

Xiaomi 4K TV X সিরিজের বৈশিষ্ট্য

অন্যদিকে, ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি স্ক্রিন সাইজে উপলব্ধ Xiaomi 4K TV X সিরিজটি ডলবি ভিশন, এইচডিআর১০ এবং ফিল্মমেকার মোড সহ সিনেমাটিক ভিজ্যুয়াল সরবরাহ করে। মডেলগুলিতে স্মুথ অ্যাকশনের জন্য এমইএমসি (MEMC) ফিচার আছে। আর ৫৫ ইঞ্চিতে ৩৪ ওয়াট এবং অন্য দুটি মডেলে ৩০ ওয়াট ডলবি অডিও স্পিকার উপস্থিত।

Xiaomi TV A Pro 32 2025 এর বিশেষত্ব

এদিকে ১০,০০০ টাকার কম দামে আসা Xiaomi TV A Pro 32 2025 টিভি কিউএলইডি এইচডি রেডি ভিজ্যুয়াল, ডলবি অডিও, ডিটিএস:এক্স সাপোর্ট, ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল অফার করে। এতে ক্রোমকাস্ট, মিরাকাস্ট এবং স্মার্ট হোম কন্ট্রোলও রয়েছে। স্টক থাকা অবধি, ‘দিওয়ালি উইথ শাওমি সেল ২০২৫’ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং অফলাইন আউটলেটগুলিতে লাইভ থাকবে।