বিক্রি বাড়াতে Vivo T3x 5G ফোনের দাম কমালো সংস্থা, এখন এত কমে কেনা যাবে

নতুন বছরে ভিভো তাদের ক্রেতাদের জন্য জনপ্রিয় একটি ফোনের দাম কমিয়ে দিল। এখন থেকে Vivo T3x 5G আরও কম দামে কেনা যাবে। উল্লেখ্য, ভিভো গত বছরের এপ্রিলে ভারতে এই বাজেট 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। আজ, সংস্থাটি এর সমস্ত ভ্যারিয়েন্টের দাম 1000 টাকা কমিয়েছে। তাই আপনি যদি নতুন বছরে সস্তায় কোনো 5G ফোন কিনতে চান তাহলে এটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আসুন Vivo T3x 5G এর নতুন দাম দেখে নেওয়া যাক।
লঞ্চের সময় Vivo T3x 5G এর এই দাম ছিল
লঞ্চের সময় ভিভো T3x 5G এর 4 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 13,499 টাকা, 6 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 14,999 টাকা এবং ভারতে এর টপ-এন্ড 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের মূল্য ছিল 16,499 টাকা।
ভিভো T3x 5G এর বিভিন্ন ভ্যারিয়েন্টের নতুন দাম
দাম কমার পরে, ভিভো T3x 5G মডেলের 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ মডেলের নতুন মূল্য হয়েছে 12,499 টাকা। আর 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ মডেলের দাম এখন 13,999 টাকা এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ মডেলের এখন দাম 15,499 টাকা পড়বে। ফোনটি ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট এবং সমস্ত রিটেল স্টোর থেকে নতুন দামে কেনা যাবে। এটি সেলেস্টিয়াল গ্রিন, স্যাফায়ার ব্লু কালার এবং ক্রিমসন ব্লিস কালার অপশনে এসেছে।
ভিভো T3x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়েল সিম (ন্যানো-সিম) সাপোর্ট সহ আসে এই স্মার্টফোনে 6.72-ইঞ্চি ফুল এইচডি (1080×2408 পিক্সেল) এলসিডি ডিসপ্লে আছে, যার পিক ব্রাইটনেস 1000 নিটস, রিফ্রেশ রেট 120 হার্টজ এবং পিক্সেল ডেন্সিটি 393 পিপিআই। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 4 জেন 6 চিপসেট, 8 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং 128 জিবি ইউএফএস 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এক্সটেন্ডেড র্যাম 3.0 ফিচারের মাধ্যমে ইনবিল্ট র্যাম 8 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির অনবোর্ড স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এতে 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থাটি দাবি করেছে ফুল চার্জে এটি 68 ঘন্টা পর্যন্ত অনলাইনে গান শুনতে দেবে।
এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, জিপিএস, ওটিজি, বেইডু, গ্লোনাস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ধুলো-জল থেকে সুরক্ষা দিতে এই ভিভো ফোনে রয়েছে IP68 রেটিং। সাউন্ডের জন্য এতে আছে ডুয়েল স্টেরিও স্পিকার।