শুরু হচ্ছে Amazon ও Flipkart Republic Day Sale 2026, কোথায় কেমন অফার

অনলাইনে কেনাকাটা করলে আপনার জন্য সুখবর। আসলে ভারতের দুই ই-কমার্স জায়ান্ট Amazon ও Flipkart প্রস্তুতি শুরু করে দিয়েছে Republic Day Sale 2026 এর। যারা নতুন ফোন, টিভি বা বাড়ির জন্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই সেলে লোভনীয় ডিল অপেক্ষা করবে। ইতিমধ্যেই শপিং সাইট দুটি এই সেলের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি কিছু অফার সম্পর্কেও জানা গেছে।
Amazon Great Republic Day Sale কবে শুরু হচ্ছে
অ্যামাজন জানিয়েছে, তাদের Amazon Great Republic Day Sale 2026 শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করা হয়েছে, যেখানে সেলের তারিখ সহ বিভিন্ন ডিল সম্পর্কে জানানো হয়েছে।
SBI কার্ডে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ছাড় মিলবে ইএমআই ট্রানজ্যাকশনেও। সাথে এক্সচেঞ্জ অফারের লাভ ওঠানো যাবে।
কোন কোন ডিল অফার থাকবে Amazon সেলে
Amazon Great Republic Day Sale 2026 চলাকালীন প্রতিদিন আলাদা আলাদা ডিল সেকশন থাকবে। এর মধ্যে থাকবে “8 PM Deals”, “Trending Deals”, “Blockbuster Deals”, এমনকি এক্সচেঞ্জ সহ ব্লকবাস্টার অফারও পাওয়া যাবে। সঙ্গে থাকবে “Top 100 Deals” তালিকা। এছাড়াও ক্রেতারা Amazon কুপন ব্যবহার করেও অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে।
Flipkart Republic Day Sale শুরু হচ্ছে ১৭ জানুয়ারি
Amazon এর একদিন পর, অর্থাৎ ১৭ জানুয়ারি থেকে শুরু হবে Flipkart Republic Day Sale 2026। তবে Flipkart Black এবং Flipkart Plus মেম্বাররা ২৪ ঘণ্টা আগে সেলে ঢোকার সুযোগ পাবেন। এই সেলে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার কিছু নির্বাচিত ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে।
কোন প্ল্যাটফর্ম বেছে নেবেন
দু’টি সেলই প্রায় একই সময়ে শুরু হওয়ায় তুলনা করেই কেনাকাটা করাই বুদ্ধিমানের কাজ হবে। কোথায় কোন প্রোডাক্টে ভালো ডিল পাওয়া যাচ্ছে, সেটা দেখার পর সিদ্ধান্ত নিন।

