১০ হাজার টাকার রেঞ্জে আসছে Realme Note 70 ও Note 70T, পেল SIRIM থেকে ছাড়পত্র

রিয়েলমি শীঘ্রই নোট ৭০ সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনছে। আজ এই সিরিজের Realme Note 70 ডিভাইসটি মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। আর এখান থেকেই ইঙ্গিত মিলছে, Note 70 ও Note 70T মডেল দুটির নাম আলাদা হলেও দুটি আসলে একটাই ফোন হতে পারে। শুধু অঞ্চল ভেদে ডিভাইস দুটি ভিন্ন ভিন্ন নামে লঞ্চ হবে। এর আগেও রিয়েলমিও একই কাজ করেছে।

Realme Note 70 উপস্থিত হল SIRIM সার্টিফিকেশন সাইটে

মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, রিয়েলমি নোট ৭০ এর মডেল নম্বর ‘RMX5313’। ডিভাইসটি স্বাভাবিক ভাবেই ‘মোবাইল ফোন’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং এর টাইপ অ্যাপ্রুভাল কোড ‘RGQL/30J/0725/S(25-3354)’। সার্টিফিকেশনটি বৈধ থাকবে ২০২৬ সালের ১৩ জুলাই পর্যন্ত।

এর আগে একই মডেল নম্বর সহ রিয়েলমি নোট ৭০ স্মার্টফোনটি BIS (ভারত), TKDN (ইন্দোনেশিয়া), ও Element-এর মতো বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছিল। তখন লিথুয়ানিয়ার একটি ওয়েবসাইট দাবি করেছিল, এই ডিভাইসের নাম রাখা হবে রিয়েলমি নোট ৭০টি। কিন্তু এখন SIRIM সার্টিফিকেশন সাইটে এর নাম দেখা গেছে রিয়েলমি নোট ৭০।

Realme Note 70 এর ফিচার

বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, Realme Note 70 স্মার্টফোনে ইউনিসক T7250 প্রসেসর ব্যবহার করা হবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এর সামনে দেখা যাবে ৬.৭৪৫ ইঞ্চি ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা আর সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Realme Note 70 এর কানেক্টিভিটি অপশনের মধ্যে থাকবে ৪জি/৩জি/২জি নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়েল ন্যানো সিম, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৪ ও ইউএসবি টাইপ সি পোর্ট। ডিভাইসটি IP64 রেটেড ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্স‌ সহ আসবে। ফোনটি বিচ গোল্ড কালার অপশনে পাওয়া যাবে।

Realme Note 70T এর সম্ভাব্য দাম

লিথুয়ানিয়ার সাইটটি দাবি করেছিল, ইউরোপে Realme Note 70T এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১০৯ ইউরো, অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ১০,০০০-১১,০০০ টাকার আশেপাশে।