মুখ্য সংবাদ

Flipkart থেকে ঘন ঘন শপিং করেন? ফ্রিতে পাবেন OTT সাবস্ক্রিপশন, কীভাবে জানুন

Published on:

flipkart supercoins redeem to get free sony liv zee5 ott subscriptions

বর্তমানে OTT বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নানা ভাষার সিনেমা-সিরিজ দেখা যায় সেখানে। কিন্তু বিনোদনে ভরপুর এই OTT প্ল্যাটফর্মগুলি উপভোগ করার জন্য মাস গেলে একটা নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে আপনি যদি Flipkart এ ঘন ঘন শপিং করে থাকেন, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে সেগুলির সাবস্ক্রিপশন পেতে পারেন।

Flipkart এ বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন

Zee5, Sonyliv এর মতো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পেতে পারেন। একটি সহজ পদ্ধতিতে ফ্লিপকার্ট থেকেই সেই অ্যাক্সেস পাবেন। ভাবছেন কীভাবে? যারা জানেন না তাদের জানিয়ে রাখি, ফ্লিপকার্টে প্রতি শপিংয়ের পর নির্দিষ্ট সুপারকয়েন দেওয়া হয়। যারা ঘন ঘন শপিং করেন, তারা সুপারকয়েন দিয়ে সাবস্ক্রিপশন নিতে পারেন।

WhatsApp Community Join Now

সুপারকয়েন দিয়ে OTT সাবস্ক্রিপশন কীভাবে পাবেন

এর জন্য প্রথমে চলে যান ফ্লিপকার্টে।

তার পর Supercoin অপশনে ট্যাপ করুন।

সেখানে আপনি কতগুলি কয়েন পেয়েছেন তা দেখা যাবে।

এবার Redeem করার অপশনে ক্লিক করুন।

স্ক্রল করে যে ব্যানারে ফ্রি OTT দেখতে পাবেন সেখানে ক্লিক করুন, যেমন – Sonyliv, Zee5, Timesprime, Gaana, Ottplay ইত্যাদি।

কিছু ওটিটি অ্যাপে শুধু সুপারকয়েন লাগে, আবার কিছু প্ল্যাটফর্মে সুপারকয়েন এবং অল্প কিছু টাকা দিয়ে সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Use Coin অপশনে ক্লিক করার পর My Reward এ একটি কুপন কোড পাবেন।

তার পর ওটিটি অ্যাপে গিয়ে কুপন কোড দিলেই সফল ভাবে সাবস্ক্রিপশন সুনিশ্চিত করতে পারবেন।

এই পদ্ধতি মেনে অনেক কম খরচে অথবা বিনামূল্যে পেয়ে যেতে পারেন একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন