ফোল্ডেবল স্মার্টফোন এখন বাজারে ট্রেন্ডিং। অনেকেই ফোল্ডেবল ফোন পছন্দ করেন। তবে দামের কারণে সবাই এই বিশেষ ডিজাইনের ডিভাইসটি কিনতে পারেন না। কিন্তু এই মুহূর্তে Amazon লোভনীয় অফারে একটি ফোল্ডেবল স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে। এই ফোনের নাম Samsung Galaxy Z Fold 6। এটি প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে নিজের করা যাবে। আসুন ফোনটির উপর কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ১২৬,২৯৭ টাকায় তালিকাভুক্ত হয়েছে। যেখানে গত বছর জুলাইয়ে এটি ১,৬৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, অর্থাৎ ডিভাইসটির উপর ৪১,৯৫২ টাকা সরাসরি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
আবার HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে আরও ৩,২৫০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে, ফলে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মাত্র ১,২৩,০৪৭ টাকায় কিনে নেওয়া যাবে। এর সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ৭৪,৮৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর ভিতরে ৭.৬ ইঞ্চি QHD+ ফোল্ডেবল ডায়নামিক LTPO AMOLED 2X ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এর বাইরে ৬.৩ ইঞ্চির কভার ডিসপ্লে উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১০ মেগাপিক্সেল ৩x টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১০ মেগাপিক্সেল কভার ক্যামেরা এবং ৪ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে ক্যামেরা পাওয়া যাবে।
Samsung Galaxy Z Fold 6 ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১.১ কাস্টম স্কিনে চলবে। এই ডিভাইসটি সাত বছর পর্যন্ত সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট পাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড, ১৫ ওয়াট ওয়ায়ারলেস এবং ৪.৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.