এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করতে হবে না। গুগল মেসেজ থেকেই করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিং। পরীক্ষামূলক ফিচারটি খুব শীঘ্রই প্রকাশ করতে পারে গুগল। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির অন্যতম জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। অন্যদিকে, প্রায় সব অ্যান্ড্রয়েড গুগল মেসেজ অ্যাপ, যা ডিফল্ট হিসাবে পাওয়া যায়। এবার আপনি চাইলে সরাসরি গুগল মেসেজ অ্যাপ থেকেই হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিং সারতে পারবেন।
Android Authority এর রিপোর্ট অনুযায়ী, গুগল মেসেজ অ্যাপের ২০২৫০১৩১ সংস্করণে ফিচারটি চিহ্নিত করা হয়েছে। এর অর্থ ফিচারটি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে সার্চ ইঞ্জিন। এর স্বপক্ষে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে। যদিও সুবিধাটি এখনও সবার জন্য চালু হয়নি। জানা গিয়েছে, গুগল মেসেজে ভিডিয়ো কল আইকনে ট্যাপ করে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল করা যাবে। তবে এই আইকন কাজ করবে না, যদি আপনার ফোনে গুগল মিট থাকে।
বর্তমানে, গুগল মেসেজে শুধু গুগল মিট থেকেই ভিডিয়ো কল করা যায়। যদি মিট অ্যাপ ইন্সটল না থাকে, তাহলে আপনাকে সেটি ডাউনলোড করতে বলা হবে। কিন্তু, নতুন ফিচার এলে সেই ডাইনলোড অপশন এড়িয়ে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলের অপশন দেখা যাবে। এর জন্য আপনাকে গুগল মেসেজ অ্যাপ থেকে বেরোতে হবে না। মেসেজ অ্যাপেই ফুল স্ক্রিন মোডে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিং করা যাবে।
তবে ফিচারটি ওয়ান-অন-ওয়ান কলের জন্য উপলব্ধ হতে পারে। গ্ৰুপ ভিডিয়ো কলিংয়ের জন্য গুগল মিটেই ভরসা করতে হবে। যদিও, অদূর ভবিষ্যতে সেই সুবিধা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপ ইন্সটল না থাকে, তাহলে গুগল মেসেজের ভিডিয়ো আইকনে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলের ফিচারটি পাবেন না।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.