মুখ্য সংবাদ

হার মানবে DLSR, ট্রিপল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসছে Google Pixel 10, 10 Pro ও 10 Pro XL

Published on:

Google Pixel 10 pro xl render design specifications leaked with triple rear camera

গত কয়েক সপ্তাহ ধরে Google Pixel 10, Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছিল। এবার এদের রেন্ডার ফাঁস হয়েছে। জনপ্রিয় টিপস্টার ওয়ানলিকস আসন্ন তিনটা ডিভাইসের ছবি শেয়ার করেছে। যার থেকে পরিষ্কার এদের ডিজাইন বর্তমান পিক্সেল স্মার্টফোনের মতো হবে। Google Pixel 10, Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL স্মার্টফোনে ফ্ল্যাট ডিসপ্লে, বড় ক্যামেরা মডিউল এবং ফ্ল্যাট এজ থাকবে। রেন্ডারের পাশাপাশি হ্যান্ডসেটগুলির বিশেষ স্পেসিফিকেশন ও মডেল নম্বরও প্রকাশ করা হয়েছে।

Google Pixel 10, Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL এর রেন্ডার ডিজাইন ফাঁস

গুগল পিক্সেল ১০ প্রো এর কোডনেম ব্লেজার এবং মডেল নম্বর G4QUR এবং GN4F5। এর পরিমাপ ১৫২.৮ x ৭২ x ৮.৬ মিমি। এই স্মার্টফোনে ৬.৩ ইঞ্চি ওএলইডি স্ক্রিন থাকতে পারে। রেন্ডার অনুসারে, এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্সও অন্তর্ভুক্ত থাকবে।

গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল এর রেন্ডার অনুযায়ী এতে ফ্ল্যাট সাইড, বড় ক্যামেরা মডিউল এবং ইউনিফর্ম স্ক্রিন থাকবে। ফোনটির কোডনেম ‘র‌্যাঙ্গো’ এবং মডেল নম্বর ‘GUL82’ বলে উল্লেখ করা হয়েছিল। ফোনটির পরিমাপ ১৬২.৭ x ৭৬.৬ x ৮.৫ মিমি। এই স্মার্টফোনে ৬.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে পাওয়া যাবে। এতেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও অন্তর্ভুক্ত থাকতে পারে, যারমধ্যে পেরিস্কোপ টেলিফোটো লেন্স দেওয়া হবে।

এই দুটি ফোনেই টেনসর জি৫ ৩এনএম চিপসেট ব্যবহার করা হবে। এতে থাকতে পারে ১৬ জিবি র‌্যাম। ফোনগুলি 4K ভিডিও সাপোর্ট করবে।

গুগল পিক্সেল ১০ এর কথা বললে, এর পরিমাপ হবে ১৫২.৮ x ৭২ x ৬.৮ মিমি। এই স্মার্টফোনে থাকতে পারে ৬.৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। অনলিকসের মতে, পিক্সেল ১০ মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে।

Google Pixel 10 সিরিজ কবে লঞ্চ হবে

উল্লেখ্য, গুগল এখনও এই সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে গুগল পিক্সেল ৯ সিরিজ গত আগস্টে লঞ্চ হয়েছিল। ফলে এই বছরও কোম্পানি একই সময় গুগল পিক্সেল ১০ সিরিজ লঞ্চ করতে পারে।