আজকাল অনলাইন যে কোনও কাজের জন্য রয়েছে নানা ধরনের অ্যাপ। যা ডাউনলোড করে ফোনের স্টোরেজ তো ভরিয়ে ফেলছেনই তার সঙ্গে ডেকে আনছেন বিপদ। কারণ বর্তমানে প্রচুর অ্যাপ রয়েছে যা নির্দিষ্ট কোনও পরিষেবার আড়ালে গোপনে নজরদারি এবং হ্যাকিংয়ের কার্যকলাপ করে থাকে। এমনই শতাধিক অ্যাপ চিহ্নিত করে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলল গুগল। জানা গিয়েছে, এই অ্যাপগুলির ডাউনলোড সংখ্যা ৬ কোটিরও বেশি।
গুগল জানিয়েছে, ৩৩১টি অ্যাপ সরানো হয়েছে প্লে স্টোর (Google Play Store) থেকে। অভিযোগ, এই অ্যাপগুলি অ্যান্ড্রয়েড ১৩ এর নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে ফোনে ক্ষতিকর ভাইরাস প্রেরণ করছিল। যা ব্যবহারকারীদের সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য চুরি করার কাজ করত। বিশেষজ্ঞদের মতে, “ভ্যাপার অপারেশন” নামে এই অভিযান চালাচ্ছিল সাইবার অপরাধীরা।
ভ্যাপার অপারেশন কী?
সাইবার অপরাধীদের দ্বারা পরিচালিত ভ্যাপার ক্যাম্পেইনটি ২০২৪ সালের গোড়ার দিক থেকে সক্রিয়। প্রাথমিকভাবে একটি বিজ্ঞাপন জালিয়াতি প্রকল্প হিসেবে শুরু হলেও, বর্তমান নানা ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে। সাইবার নিরাপত্তা সংস্থা আইএএস থ্রেট ল্যাবের রিপোর্ট বলছে, এই ক্যাম্পেইনটিতে ১৮০টি অ্যাপ অন্তর্ভুক্ত ছিল, যা প্রতিদিন ২০ কোটি জালিয়াতিপূর্ণ বিজ্ঞাপনের অনুরোধ তৈরি করে। এই অ্যাপগুলি ভুয়ো ক্লিকের মাধ্যমে বিজ্ঞাপনদাতাদের বাজেট নষ্ট করার জন্য ডিজাইন করা হয়েছিল।
আরও এক সাইবার নিরাপত্তা সংস্থা বিটডিফেন্ডার উল্লেখ করেছে যে, ক্ষতিকারক অপারেশনটি স্বাস্থ্য ট্র্যাকার, QR স্ক্যানার, নোট-টেকিং টুল এবং ব্যাটারি অপ্টিমাইজারের মতো বিভাগগুলিতে ৩৩১টি অ্যাপ রয়েছে। এর মধ্যে কিছু অ্যাপ হল – “AquaTracker, ClickSave Downloader এবং Scan Hawk”। ট্রান্সলেটস্ক্যান এবং বিটওয়াচ, যার ডাউনলোড সংখ্যা ছিল ১,০০,০০০ থেকে ৫,০০,০০০ এর মধ্যে। ২০২৪ সালের অক্টোবর থেকে এ বছর মার্চ পর্যন্ত প্লে স্টোরে প্রচুর ব্যবহারকারীকে টার্গেট বানিয়েছে এই অ্যাপগুলি।