মুখ্য সংবাদ

Holi Waterproof Smartphone: হোলিতে সুরক্ষিত নয় ওয়াটারপ্রুফ স্মার্টফোন, রঙ লাগলেও নিরাপদ রাখবেন কীভাবে

Updated on:

Holi celebration waterproof phone is not safe IP68 rating explain

দোল এমন একটি উৎসব যেখানে রঙের সাথে থাকে জলের ব্যবহার। এই কারণে দোলের সময়ে স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেট সুরক্ষিত রাখা চ্যালেঞ্জিং বিষয়। তবে আপনার কাছে যদি ওয়াটারপ্রুফ প্রিমিয়াম স্মার্টফোন থাকে তাহলে সেগুলিকে নিয়ে চিন্তা করার কিছু নেই। যদিও বাজেট রেঞ্জের অনেক আইপি রেটিং প্রাপ্ত ফোন কিন্তু নিরাপদ নয়। কিন্তু কেন আসুন জেনে নেওয়া যাক।

আইপি রেটিং কী?

স্মার্টফোনে থাকা আইপি রেটিং জল প্রতিরোধের সহ্য করার ক্ষমতা বোঝায়। উদাহরণস্বরূপ, আইপি৬৮ রেটিংয়ের অর্থ হল ফোনটি প্রায় ৩০ মিনিটের জন্য ১.৫ মিটার জলের গভীরে নিরাপদ থাকে। তবে অবশ্যই এটি মিষ্টি জলের ক্ষেত্রে প্রযোজ্য। লবণাক্ত জল, সুইমিং পুলের ক্লোরিনযুক্ত জল বা হোলির সময় ব্যবহৃত রঙের ক্ষেত্রে নিরাপদ নয় এই আইপি রেটিং। এছাড়া মাথায় রাখতে হবে যে, সময়ের সাথে সাথে ফোনের আইপি রেটিং কমতে পারে। উদাহরণস্বরূপ, ড্রপস, স্ক্র্যাচ বা ফিজিক্যাল ড্যামেজ জল প্রতিরোধী বিল্ডকে নষ্ট করে।

হোলির রং কেন ফোনের জন্য নিরাপদ নয়

হোলি খেলার জন্য ব্যবহৃত রঙে বিভিন্ন রাসায়নিক থাকে। এক্ষেত্রে রাসায়নিক পদার্থ যখন ফোনের স্পিকার গ্রিল, রিসিভার বা চার্জিং পোর্টে প্রবেশ করে তখন বিভিন্ন রিঅ্যাকশন দেখা দেয়। এক্ষেত্রে আইপি রেটিং কোনো সুবিধা দেয় না। এমনকি আবিরের ছোট ছোট কণাও ডিভাইসের ক্ষতি করতে পারে।

তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে ফোনের জন্য ওয়াটারপ্রুফ কেসিং ব্যবহার করা জরুরি। এছাড়া ফোন রংয়ে ভিজে গেলে সঙ্গে সঙ্গে মুছে শুকিয়ে ফেলুন এবং কিছুক্ষণ ব্যবহার করা বন্ধ রাখুন। আসলে কিছুটা সতর্কতা অবলম্বন করলে উৎসব ভালভাবে উপভোগ করা যাবে।