প্রত্যাশা মতো আজ Honor Magic 8 সিরিজ লঞ্চ হল। এই লাইনআপে রয়েছে দুটি মডেল- Honor Magic 8 এবং Honor Magic 8 Pro। নতুন মডেলগুলি চারটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে। এগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১ টিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ অফার করে। এছাড়াও Honor Magic 8 সিরিজের ফোনগুলিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। Honor Magic 8 Pro মডেলটি ৭,২০০ এমএএইচ ব্যাটারি এবং স্ট্যান্ডার্ড Magic 8 মডেলটি ৭,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন এদের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor Magic 8 এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৫,০০০ টাকা)। এর উচ্চতর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৯,১০০ টাকা), ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬১,৬০০ টাকা) এবং ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৭,৮০০ টাকা)। এটি ভেলভেট ব্ল্যাক, স্নো হোয়াইট, সানরাইজ গোল্ড এবং অ্যাজুর গ্লেজ (চীনা ভাষা থেকে অনূদিত) কালার অপশনে পাওয়া যাচ্ছে।
আবার ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ Honor Magic 8 Pro এর দাম ৫,৬৯৯ ইউয়ান (প্রায় ৭০,২০০ টাকা)। আর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ মডেলগুলি ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৩,৯০০ টাকা), ৬,১৯৯ ইউয়ান (প্রায় ৭৬,৪০০ টাকা) এবং ৬,৬৯৯ ইউয়ান (প্রায় ৮৩,০০০ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। এটি ভেলভেট ব্ল্যাক, স্নো হোয়াইট, অ্যাজুর গ্লেজ এবং সানরাইজ গোল্ড স্যান্ড কালার শেডে বাজারে এসেছে।
Honor Magic 8 Pro স্মার্টফোনে আছে ৬.৭১-ইঞ্চি ১.৫ কে (১,২৫৬×২,৮০৮) এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ পর্যন্ত এবং ব্রাইটনেস ৬,০০০ নিট পর্যন্ত। এতে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ যুক্ত আছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ম্যাজিকওএস ১০ কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য, Honor Magic 8 Pro হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল ১/১.৩ ইঞ্চির প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং এফ/২.৬ অ্যাপারচার, ৩.৭x অপটিক্যাল জুম এবং ১০০x পর্যন্ত ডিজিটাল জুম সহ ২০০ মেগাপিক্সেল ১/১.৪ ইঞ্চির টেলিফটো ক্যামেরা। ডিভাইসটিতে এইমেজ অনার নক্স (AIMAGE Honor Nox) ইঞ্জিন রয়েছে এবং দাবি করা হয়েছে যে এটি সিআইপিএ ৫.৫ ইমেজ স্ট্যাবিলাইজেশন অফার করবে।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, Honor Magic 8 Pro ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। এতে একটি ৩ডি (3D) ডেপথ সেন্সরও রয়েছে। অনার জানিয়েছে যে হ্যান্ডসেটটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Magic 8 Pro ফোনে ৭,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত রয়েছে।
Honor Magic 8 মডেলে Honor Magic 8 Pro ডিভাইসের মতোই সিম, সফটওয়্যার, সেলফি ক্যামেরা, আইপি (IP) রেটিং এবং চিপসেট উপস্থিত। ফোনটির সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৮ ইঞ্চির ফুল-এইচডি+ (১,২৫৬×২,৭৬০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে। এটি সর্বোচ্চ ৬,০০০ নিট এইচডিআর পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য, Honor Magic 8 মডেলেও ট্রিপল ক্যামেরা ইউনিট মিলবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল ১/১.৫৬ ইঞ্চি প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৩x অপটিক্যাল জুম এবং ১০০x ডিজিটাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেল সুপার নাইট গড টেলিফটো সেন্সর অবস্থান করছে। আর ফোনটির সামনে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।
Honor Magic 8 হ্যান্ডসেটে ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.