সবচেয়ে বড় ব্যাটারি! Honor Power 5G স্মার্টফোন 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

অনর সম্প্রতি চীনে Honor Power 5G মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকার কম। ডিভাইসটির প্রধান আকর্ষণ এর ৮০০০ এমএএইচ ব্যাটারি। আবার এতে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৩৬০ ডিগ্রি ওয়াটারপ্রুফ বডি। আসুন Honor Power 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor Power 5G এর দাম
অনার পাওয়ার ৫জি এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৩০০ টাকা)। আর এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২১৯৯ ইউয়ান (প্রায় ২৫,৬০০ টাকা) এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ২৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,০০০ টাকা)। এটি ভারত সহ অন্যান্য অঞ্চলে কবে আসবে তা এখনও নিশ্চিত করা হয়নি।
Honor Power 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
অনার পাওয়ার ৫জি স্মার্টফোনে আছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও পিক ব্রাইটনেস লেভেল ৪০০০ নিটস। ফটোগ্রাফির জন্য এতে OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
শুধু ফিচারে সমৃদ্ধ নয়, Honor Power 5G এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট মজবুত। এতে দশ দিক থেকে শক-প্রতিরোধী ডিজাইন এবং ৩৬০ ডিগ্রি ওয়াটারপ্রুফ বডি উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর ওজন মাত্র ২০৯ গ্রাম এবং ৭.৯৮ মিমি পুরু।