Honor X9d চলতি মাসেই 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 8300mAh ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে

গত কয়েকমাস ধরে জল্পনার পর অনার অবশেষে তাদের পরবর্তী মিড-রেঞ্জ ফোন, Honor X9d এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে। ডিভাইসটি আগামী সপ্তাহে মালয়েশিয়ার বাজারে পা রাখবে। অফিসিয়াল টিজার থেকে ইতিমধ্যেই Honor X9d এর বিশেষ বিশেষ ফিচার সামনে এসেছে। ফলে আসন্ন অনার ফোনটির লঞ্চের সময় থেকে শুরু করে মুখ্য স্পেসিফিকেশন এখন আমাদের জানা।

Honor X9d ফোনের লঞ্চের তারিখ

Honor X9d এর জন্য আয়োজিত লঞ্চ ইভেন্টটি আগামী ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় (ভারতীয় সময়ে দুপুর ১২:৩০ টা) অনুষ্ঠিত হবে। টিজার দেখে বোঝা যাচ্ছে যে, Honor X9d জুলাই মাসে চীনে লঞ্চ হওয়া Honor X70 এর থেকে অনুপ্রাণিত। তবে এতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে, যার মধ্যে একটি হল এর ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

Honor X9d এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ডিজাইন

এদিকে অনার এক্স৯ডি ডিভাইসটি রাগড ডিজাইন সহ আসতে চলেছে। আর অনার এক্স৭০ এর মতোই, এই ফোনেও আইপি৬৯কে (IP69K) রেটিং পাওয়া যাবে, যার অর্থ এটি কেবল ধুলো এবং জল নয়, উচ্চ-চাপ যুক্ত স্প্রেও সহ্য করতে পারবে। অনার একটি শক্তিশালী ফ্রেমের সাথে স্মার্টফোনটিকে দেখিয়েছে, যা সাধারণ গ্লাস স্ল্যাব ফোনের চেয়ে আরও ভালো ড্রপ রেজিস্ট্যান্ট ডিজাইন অফার করবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রেও Honor X9d শক্তিশালী হতে চলেছে। এতে বিশাল ৮,৩০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হবে। এর অর্থ ফোনটিতে দীর্ঘ সময়ের জন্য ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, যা বিশেষ করে যারা প্রায়শই চার্জার ব্যবহার করেন না তাদের জন্য উপযুক্ত হবে।

এছাড়া, Honor X9d ফোনে পরিচিত ডিজাইনই দেখা যাবে। Honor X70 এর মতো লালচে বাদামী ফিনিশ এতেও থাকছে, সাথে একটি নতুন সানলাইট গোল্ড অপশনও যুক্ত হতে চলেছে। ক্যামেরার ক্ষেত্রে আপগ্রেড মিলবে, যেমন Honor X70 মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, সেখানে Honor X9d হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।